loteria dos sonhos
.png)
সুভা গল্পের গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, যা দেখলে ও পড়লে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের সুভা গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের অনেক বড় উপকারী হবে।
সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২২
১। সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে
২। সুভার গ্রামের নাম কী?
গ. লোচনপুর ঘ. পাড়াতলী
ক. চন্ডীপুর খ. রসুলপুর
৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ গ্রহণ করেন?
ক ১২৬১
খ. ১২৬২
গ. ১২৬৮
ঘ ১২৭২
৪। সুভা কোথায় বসে থাকত?
ক. বটতলায়
খ. তেঁতুলতলায়
গ. আমতলায়
ঘ. জামতলায়
৫। সুভাষিণীরা কয় বোন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক ক্ষণিকা
খ মানসী
গ সোনার তরী
ঘ. গীতাঞ্জলি
৭। ' সুভা ' রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা ?
ক. গল্প
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. উপন্যাস
৮। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?
ক. বনফুল
খ. চিত্রা
গ. কড়ি ও কোমল
ঘ. বলাকা
৯। ' শুক্লা দ্বাদশী ' বলতে বোঝায় ?
ক. চাঁদের ২য় দিন
খ. চাঁদের ৪র্থ দিন
গ. চাঁদের ৬ষ্ঠ দিন
ঘ.চাঁদের ১২দশ দিন
১০। ' শেষের কবিতা ' কোন প্রকৃতির রচনা ?
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প
১১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন ?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৮
১২। ‘সুভাষিণী’ অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
১৩। বাণীকণ্ঠর বাড়ির বেড়া কিসের ?
ক. বাঁখারির
খ. কাঠের
গ. টিনের
ঘ. লোহার
১৪। ছায়ালোকের রঙ্গভূমি কেমন ?
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব
১৫। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর
১৬। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত—
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাক্শক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠি
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
১৮। সুভা নিয়মিত কতবার করে গোয়ালঘরে যায়
ক. একবার খ. দুইবার গ. তিনবার ঘ. চারবার
১৯। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের খ. প্রতাপের
গ. জন্মভূমির ঘ. সর্বশী ও পাঙ্গুলির
২০। চন্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে ?
ক. কচি কিশলয়ের
খ. স্বচ্ছ পদ্মার
গ. গৃহস্থঘরের মেয়ের
ঘ. মায়াবী চোখের
২১। কোনটি কেউ কখনো ভোলে না ?
ক. মিথ্যা
খ. বেদনা
গ. অপরাধ
ঘ. অন্যায়
২২। ' গন্ডদেশ ' অর্থ কী ?
ক. গলা খ. মাথা গ. গাল ঘ. হাত
২৩। ' সুভা ' গল্প অনুসারে পাতালের অট্রালিকা কিসের পালঙ্ক ?
ক. সোনার
খ. রূপার
গ. তামার
ঘ. পিতলের
২৪। ' সুভা ' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রন্থ থেকে সংকলিত ?
ক. গল্পগুচ্ছ
খ. বলাকা
গ. মানসী
ঘ. বিচিত্র প্রবন্ধ
২৫। ' নেত্রপল্লব ' বলতে কী বোঝ ?
ক. চোখের পাতা
খ. নয়ন
গ. গাছের পাতা
ঘ. হাতের আঙ্গুল
২৬। ' সুভা ' গল্প অনুসারে পাতালের অট্রালিকা কিসের তৈরি ?
ক. রুপার
খ. সোনার
গ. পিতলের
ঘ. তামার
২৭। সুভা ঘর থেকে বের হয়ে নদীতটে গিয়ে লুটিয়ে পড়ে কেন ?
ক. নদীর প্রতি রাগে
খ. কলকাতায় যেতে চায় না তাই
গ. কথা বলতে না পারা
ঘ. প্রতাপের ওপর রাগ করে
২৮। কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় ?
ক. সকাল
খ. অপরাহ্নে
গ. পূর্বাহ্নে
ঘ. রাতে
২৯। সুভার চোখের ভাষা -
i. অসীম উদার
ii. দুর্বোধ্য
iii. অতলস্পর্শ গভীর
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। ' সুভা ' গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী ?
ক. চোখের চাহনি
খ. চোখের রং
গ. চোখের ভাষা
ঘ. চেতনা
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪.খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. গ
Very good article. 🌹🥰😊
ResponderExcluirthanks bro
ResponderExcluirঅসাধারণ
ResponderExcluir