-->

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq - helped school

 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার-McQ 


তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq  https://helpedschools.blogspot.com/
 

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা  কবিতার গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর  যা দেখলে ও পড়লে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে  পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের অনেক বড় উপকারী হবে।  

আরোও পড়ুন  ঃ 

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq 


বহুনির্বাচনি গুলো ঃ 


১. স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার ? 

ক. সাকিনা বিবির

খ. আমেনা খোদেজা 

গ. অনাথ কিশোরীর 

ঘ. মতলব মিয়ার 


২. শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কী ? 

ক. সগীর আলী 

খ. রুস্তম শেখ

গ. মতলব মিয়া

ঘ. কেষ্ট দাস 


৩.  সিঁথির সিঁদুর মুছে গেল কার   ? 

ক. সাকিনা বিবির 

খ. হরিদাসীর 

গ. সুমিতা রাণীর 

ঘ. মোল্লাবাড়ির বিধবার 


৪. কবি শামসুর রহমান পেশায় কী ছিলেন ? 

ক. সাংবাদিক 

খ. শিক্ষক 

গ. প্রকৌশলী 

ঘ. ব্যবসায়ী 


৫. শামসুর রহমান ২০০৬ সালের কত তারিখে মারা যান  ? 

ক. ১৭ আগস্ট    খ. ২৭ মার্চ    গ. ২০ মে    ঘ. ২৫ এপ্রিল 


৬. ' কপাল '  সামার্থক শব্দের অর্থ কী ? 

ক. ললাট       খ. পবন      গ. কপোল      ঘ. কুন্তল


৭. শামসুর রহমান কত সালে S.S.C পাস করেন কত সালে   ? 

ক. ১৯৪৫      খ. ১৯৪৯     গ. ১৯৪৭    ঘ. ১৯৫০ 


৮. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীন কবিতাটি শামসুর রহমানের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে   ? 

ক. নিজ বাসভূমি 

খ.বাংলাদেশে স্বপ্ন দ্যাখে

গ. বুক তার বাংলাদেশের হৃদয় 

ঘ. বন্দী শিবির থেকে


৯. রুস্তম শেখ একজন -

ক. মাঝি     খ.কৃষক      গ. রিকসাওয়ালা      ঘ. জেলে 


১০. মোল্লাবাড়ির বিধবার ঘরটি কেমন ছিল  ? 

ক. শান্তিপূর্ণ     খ. দগ্ধ        গ. ভগ্ন       ঘ. পরিপাটি 


১১. কার ফুসফুস এখন পোকার দখলে  ? 

ক. সগীর আলীর 

খ. মতলব মিয়া

গ. কেষ্ট দাসের

ঘ. রুস্তম শেখের 


১২. কার নির্যাতনের ঘটনা ' একাত্তরের জননী ' নামক গ্রন্থে প্রকাশ করা হয় ? 

ক. রোকেয়া বেগমের 

খ. জাহানারা ইমামের 

গ. রমা চৌধুরীর 

ঘ. জামিল খাতুনের 


১৩. ' অবুঝ ' শব্দের অর্থ কী  ? 

ক. একগুঁয়ে     খ. এতিম      গ. নাগরা     ঘ. ধার 


১৪ . ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতাটিতে কতটি স্তবক রয়েছে  ? 

ক.৫ টি      খ. ৬টি        গ. ৭টি       ঘ. ৮টি 


১৫. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় কতটি চরণ আছে  ? 

ক. ৪৫ টি    খ.  ৪৬ টি      গ.  ৪৭ টি      ঘ. ৪৮ টি  


১৬. ' দামামা ' শব্দের অর্থ কী  ? 

ক. নাগরা    খ. কিনারা      গ. রোগা       ঘ. অসুর 


১৭. কোন গ্রন্থটি কবি শামসুর রাহমান রচিত  ? 

ক. স্মৃতির শহর 

খ. নিরালোকে দিব্যরথ

গ. আশায় বসতি

ঘ. রক্তগোলাপ 


১৮.  সাকিনা বিবি কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে ? 

ক. প্রতিবাদী 

খ. সম্ভমহারা 

গ. বিধবা 

ঘ. আত্মত্যাগী


১৯. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় মতলব মিয়ার পরিচয় কী  ? 

ক. জোয়ান কৃষক 

খ. দক্ষ মাঝি

গ. সাহসী জেলে 

ঘ. রিকসাওয়ালা 


২০. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় ' নতুন নিশান ' দ্বারা কী বোঝানো হয়েছে  ? 

ক. স্বাধীনতা 

খ. মানচিত্র 

গ. পতাকা 

ঘ. মুক্তিযোদ্ধাকে


২১. শামসুর রহমানের মাতার নাম কী  ? 

ক. আয়িশা খাতুন 

খ. আমেনা খাতুন

গ. খাদীজা খাতুন 

ঘ. আসমা বেগম 


২২. শামসুর রহমান কত সালে জন্মগ্রহন করেন  ? 

ক. ১৯২৮    খ.  ১৯২৯     গ. ১৯৩০     ঘ. ১৯৩১ 


২৩. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় ' তুমি আসবে বলে ' কথাটি কতবার ব্যবহার হয়েছে  ? 

ক. ৬ বার     খ. ৭ বার     গ. ৮ বার     ঘ. ৯ বার 


২৪. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় কতটি আগ্নেয়াস্ত্রের  উল্লেখ আছে  ? 

ক. ৪টি     খ. ৫টি     গ. ৬টি      ঘ. ১০টি


২৫. ' থুথুড়ে ' শব্দের অর্থ কী  ?  

ক. অত্যন্ত বৃদ্ধ 

খ. চালাক 

গ. সর্বত্ত

ঘ. কুশল 


২৬. শামসুর রহমানের পিতার নাম কী ? 

ক. আনসার উদ্দিন আহমেদ 

খ. মুখলেসুর রহমান 

গ. সৈয়দ সিদ্দিক হুসাইন 

ঘ. কাজী ফকির আহমেদ 


২৭. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা '  কবিতায় " স্বাধীনতা " শব্দটি কত বার আছে  ? 

ক. ১১ বার   খ. ১২বার    গ. ১৩ বার    ঘ. ১৪ বার 


২৮. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় কতটি চরিত্রের উল্লেখ  আছে ? 

ক. ১১ টি   খ.  ২৩টি    গ. ১৭টি     ঘ. ০৮ টি 


২৯. ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' 

 ‘জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা’ - এখানে ‘সাহসী’ হলো -

i. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া

ii. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা

iii. ভয়কে আরো ভয় মনে করে পিছনে হটা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

 গ. i ও iii

 ঘ. i, ii ও iii


৩০. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় উত্থাপিত হয়েছে -

i. স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা

ii. স্বাধীনতার স্বরূপ

iii. স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii

 খ. ii ও iii

 গ. i ও iii

ঘ. i, ii ও iii


উত্তর মালা ঃ

১. ক   ২. ক   ৩. খ    ৪. ক    ৫. ক   ৬. ক    ৭. ক    ৮. ঘ   ৯. গ   ১০. খ   ১১.  ঘ    ১২. গ    ১৩. ক   ১৪. গ    ১৫. খ     ১৬. ক   ১৭. খ  ১৮. খ   ১৯. খ   ২০. গ  ২১. খ  ২২. খ   ২৩. ক   ২৪. ক   ২৫. ক  ২৬. ক   ২৭. ক   ২৮. ক   ২৯. গ   ৩০. গ


তথ্য সংগ্রহ ঃ পাঠ্যবই ,  পান্জেরী  ও লেকচার পাঠ্যসহায়ক বই। 

Premium Blogger Templates