-->

যৌতুক প্রথা অনুচ্ছেদ. Helped school.

 যৌতুক প্রথা অনুচ্ছেদ


যৌতুক প্রথা অনুচ্ছেদ. Helped school.

আরও পড়ুন ঃ 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ রচনা 


বিশ্বের অন্যান্য দেশের মতাে আমাদের দেশেও এমন কিছু কুপ্রথা রয়েছে যা জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বড় অন্তরায়। এসব কুপ্রথার মধ্যে সবচেয়ে উল্লেখযােগ্য হলাে যৌতুক প্রথা। এ প্রথা অনুযায়ী বিয়ের সময় কন্যাপক্ষ থেকে বরপক্ষকে মােটা অঙ্কের টাকা বা নানা ধরনের উপঢৌকন দিতে হয় ক্ষেত্রবিশেষে বিয়ের পরও কন্যাপক্ষকে এর জের টানতে হয় । ধনী-দরিদ্র নির্বিশেষে সব শ্রেণির মানুষ এ প্রথার শিকার হলেও দরিদ্র পরিবারেই এর দতির প্রভাবটা বেশি দেখা যায়। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, দরিদ্র মানুষের পক্ষে যথাযথভাবে এ যৌতুক দেওয়া সম্ভব হয় না। মূলত নিম্ন। অন্ত্রের কারণে তাদের প্রয়ে কম থলিতেই এমনটি হয় । তাই বিয়ের পরও যৌতুক প্রথার কারণে নারীদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় । সরদপত্রে বাই আমরা এ ধরনের নির্যাতনের সংবাদ দেখতে পাই। অর্থনৈতিকভাবে নারীদের পরনির্ভরশীলতা ও তাদের প্রতি সমাজের নেতিবাচক দটিভঙ্গির কারণেই এ প্রথার উদ্ভব হয়েছে। এ পরিস্থিতির উল্লেখযােগ্য কোনাে পরিবর্তন না হওয়ায় যুগ যুগ ধরে আমাদের সমাজে এ প্রথাটি টিকে আছে। নারীদের জন্য এটি যেমন অপমানজনক তেমনি মানবতার জন্যও অবমাননাকর। তাই এটি প্রতিরােধে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে । এ সম্পর্কিত আইনের সুষ্ঠ ও যথাযথ প্রয়ােগ এবং প্রয়ােজনীয় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকারকেও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


যৌতুক প্রথা অনুচ্ছেদটিতে  নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন কি/না ?  সেটা আমাদের  কমেন্ট করে জানাতে ভুলবেন না।