-->

শব্দ দূষণ অনুচ্ছেদ. Helped school

 শব্দ দূষণ অনুচ্ছেদ


শব্দ দূষণ অনুচ্ছেদ. Helped school

আরও পড়ুন ঃ 

বায়ু দূষণ অনুচ্ছেদ রচনা 


পরিবেশ দূষণের একটি অন্যতম উপাদান শব্দদূষণ। অনিক সভ্যতায় শব্দদূষণ বর্তমানে বিরাট হুমকি সৃষ্ট করছে । পারবেন সন্যান্য দূষণের মতাে শব্দদূষণও আমাদের জীবনযাত্রার জন্য বিপজ্জনক। শব্দ হচ্ছে এক ধরনের শক্তি, যা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে শব্দের ব্যবহার ব্যতীত জীবনযাত্রা অসম্ভব, কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা। আতক্রম করলেহ এ৮ দূষণ ঘটায়। শব্দদূষণের অনেক উৎস রয়েছে। রাস্তাঘাটের বিভিন্ন যানবাহনের আওয়াজ ও অপরিমিত। হুইসেল ব্যবহার পরিবেশে মারাত্মক শব্দদূষণ ঘটায়। তাছাড়া উচ্চ আওয়াজে গান শােনা, রাস্তার পাশের দোকানহােটেলগুলােতে গ্রাহকদের আকর্ষণ করার জন্য উচ্চৈস্বরে ক্যাসেট বাজানাে, বিভিন্ন অনুষ্ঠানে মাইক ও লাউড স্পিকার বাজানাে এবং রাস্তার শ্লোগান শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন এবং শব্দদূষণ ঘটায়। শব্দ দূষণের জন্য মিল, ফ্যাক্টরি ও পাওয়ার লুমের আওয়াজও দায়ী। এছাড়াও শব্দ দূষণের আরাে নানা উৎস রয়েছে । শব্দদূষণের ফলে মানবদেহে বধিরতাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। বিশ্বের সব দেশেই শব্দদূষণ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিধিনিষেধ আরােপ করা হয়েছে । শব্দদূষণ নিয়ন্ত্রণ করার। জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কঠোরভাবে আইন প্রয়ােগ করতে হবে ।


শব্দ  দূষণ অনুচ্ছেদটিতে  নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন কি/না ?  সেটা আমাদের  কমেন্ট করে জানাতে ভুলবেন না।



Premium Blogger Templates