বই পড়া গল্পের mcq - ২০২২। helped school
বই পড়া গল্পের mcq - 2022
বই পড়া গল্পের গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, যা দেখলে ও পড়লে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের বই পড়া গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের অনেক বড় উপকারী হবে।
আরও পড়ুন ঃ
বই পড়া গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২২
বহুনির্বাচনি গুলো ঃ
১। " যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে। " - কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে ?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. নাইজেরিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
২। ‘মন সাপেক্ষ’ অর্থ কী?
ক. মনের আনন্দ
খ. মনের কামনা
গ. মননের চর্চা
ঘ. মনের কল্পনা
৩। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়?
ক. বরিশাল
খ. পাবনা
গ. বীরভূম
ঘ. দিনাজপুর
৪। ' বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরী কোথায় পাঠ করেছিলেন?
ক. একটি লাইব্রেরির উদ্বোধনী ভাষণে
খ. একটি লাইব্রেরির বার্ষিক সভায়
গ. একটি গোলটেবিল বৈঠকে
ঘ. একটি জনসভায়
৫। স্কুল-কলেজ যে অপকার করছে তার প্রতিকারের ভার লেখক দিয়েছেন -
i. শিক্ষকের ওপর
ii. অভিভাবকের ওপর
iii. লাইব্রেরির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৬। প্রমথ চৌধুরীর মতে আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নই?
ক. অমৃত রস
খ. সাহিত্যের রস
গ. সুখের রস
ঘ. ফলের রস
৭। ‘চার ইয়ারি কথা’ প্রমথ চৌধুরীর কোন ধরনের গ্রন্থ?
ক. গল্প খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. নাটক
৮। কোন সাময়িকপত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
ক. কল্লোল
খ. আঙুর
গ. সমকাল
ঘ. সবুজ পত্র
৯। প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?
ক. সপ্তদশ
খ. অষ্টাদশ
গ. ঊনবিংশ
ঘ. বিংশ
১০। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল-
ক. দুর্বিষহ
খ. কৃতিত্বপূর্ণ
গ. সাদাসিধে
ঘ. টানাপড়েনের
১১। ‘নজির’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. উদাহরণ
খ. আরজি
গ. ভূমিকা
ঘ. নথি
১২। ‘ভাঁড়েও ভবানী’ - কথাটির অর্থ কী?
ক. প্রাচুর্য
খ. পরিশ্রমী
গ. সিক্ত
ঘ. রিক্ত
১৩। প্রমথ চৌধুরী কত সালে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. ১৮৮৮
খ. ১৮৮৯
গ. ১৮৯০
ঘ. ১৮৯২
১৪। বই পড়া প্রবন্ধে সাধারণ বিশ্বাসে কাদেরকে অলস বলা হয়েছে ?
ক. যারা অর্থ উপার্জনে বিমুখ
খ. যারা স্বেচ্ছায় বই পড়ে
গ. যারা লেখাপড়ায় উৎসাহী নয়
ঘ. যারা কর্মবিমুখ
১৫। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নিম্নোক্ত যে বিবেচনায় -
i. জ্ঞানচর্চা
ii. সাহিত্যচর্চা
iii. গণতন্ত্রের মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৬। সাহিত্যচর্চাকে লেখক শিক্ষার কীরূপ অঙ্গ মনে করেন?
ক. সর্বপ্রধান
খ. সর্বশ্রেষ্ঠ
গ. সর্বাধিক
ঘ. সর্বময়
১৭। ‘বই পড়া’ প্রবন্ধে কোন দেশের নাম উল্লেখ আছে?
ক. ফ্রান্স
খ. আর্জেন্টিনা
গ. জার্মানি
ঘ. রাশিয়া
১৮। ' ডেমোক্রেসি ' শব্দের বাংলা অর্থ কী ?
ক. রাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. একনায়কতন্ত্র
ঘ. কোনোটি না
১৯। প্রমথ চৌধুরী মতে ' মনোরাজ্যের দান ' হলো -
ক. মন খ. জ্ঞান গ. আর্শীবাদ ঘ. অভিশাপ
২০। ' বই পড়া ' প্রবন্ধের বাহন কী ?
ক. চরিত্র
খ.কাহিনি
গ. সংলাপ
ঘ. বিষয়বস্তু
২১। ' ইনফ্যান্টাইল ' শব্দের অর্থ কী ?
ক. অপরিণত
খ. বর্জনীয়
গ. কদর্য
ঘ. অতিরিক্ত
২২। ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না ?
ক. শিক্ষার
খ. সাহিত্যের
গ. অর্থের
ঘ. দর্শনের
২৩। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ?
ক. পি. চৌধুরী
খ. বীরবল
গ. পদ্মভূষণ
ঘ. বীরসিংহ
২৪। ' বই পড়া ' প্রবন্ধেটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?
ক. গল্প - সংগ্রহ
খ. প্রবন্ধ - সংগ্রহ
গ. প্রবন্ধ - সংকলন
ঘ. নির্আাচিত প্রবন্ধ
২৫। প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে M.A ডিগ্রি অর্জন করেন ?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. সোরবান বিশ্ববিদ্যালয়
২৬। France was saved by her idlers' - ‘বই পড়া’ প্রবন্ধে এ উদ্ধৃতিটির উল্লেখ করে লেখক তৎকালীন ফ্রান্সের যে সমস্যার কথা তুলে ধরেছেন -
i. স্কুল পালানো ছেলের দল ভারী ছিল
ii. পাশ না করা ছেলেদের দল ভারী ছিল
iii. ফরাসি শিক্ষা পদ্ধতি বেয়াড়া ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৭। ' বই পড়া ' প্রবন্ধে লেখকের মতে নীতি চর্চা কোথায় করা যায় ?
ক. গুহায় খ. ঘরে গ. মন্দিরে ঘ. জাদুঘরে
২৮। বই পড়া ' প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের ?
ক. পরীক্ষা পাস
খ. অর্থপ্রাপ্তি
গ. বই পড়া
ঘ. সাহিত্য চর্চা
২৯। ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন ?
ক. ফরাসি খ. আমেরিকান
গ. ভারতীয় ঘ. ইংরেজ
৩০। প্রমথ চৌধুরীর মতে শিক্ষকের কাজ হলো -
i. শিক্ষা দান করা
ii. মনের সক্ষমতা বাড়ানো
iii. নতুন কিছু জানানো
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর মালা ঃ
১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. গ
১০. খ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক
১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ
২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. খ
Postar um comentário