রানার কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২২. Helped school.
রানার কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২২.
রানার কবিতার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল সৃজনশীল প্রশ্ন সকল বোর্ড, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতা মূলক প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল সৃজনশীল প্রশ্ন পড়লে তোমাদের S.S.C পরীক্ষার রানার কবিতা বিষয়ের জন্য খুব উপকারী হবে।
আরও পড়ুন ঃ
রানার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - ২০২২
সৃজনশীল প্রশ্ন - ০১
সকলের মুখ হাসি-ভরা দেখে
পার না মুছিতে নয়ন ধার?
পরহিত-ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ-ভার?
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
ক, মাভৈঃ ' শব্দের অর্থ কী?
খ. ‘পিঠেতে টাকার বােঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া’- কেন ছোঁয়া যাবে না?
গ. উদ্দীপকটির ভাবার্থ রানার কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপকের পাশাপাশি রানার কবিতায়ও প্রকাশিত ।”- উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর ০১
ক.
মাভৈঃ ' শব্দের অর্থ ‘ভয় কোরাে না'।
খ.
- পিঠেতে টাকার বােঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া – কারণ এটা অন্যের সম্পত্তি।
- প্রশ্নোক্ত উক্তিটি রানার সম্পর্কে করা হয়েছে। রানারের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়ােজনীয় চিঠি পৌছে দেওয়া। রানার । মানষের কত অজানা সুখ-দুঃখের সংবাদবাহক। রানার পিঠে খবরের বোেঝা, টাকার বােঝা নিয়ে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে, । ঝমঝম ঘন্টা বাজিয়ে ছুটে চলে। সে পিঠে টাকার বােঝা বহন করে মাত্র, ছুঁয়ে দেখে না।
গ.
- উদ্দীপকের ভাবার্থ ও রানার' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক হলাে- নিজের সুখকে বিসর্জন দিয়ে অপরের মঙ্গলের জন্য কাজ করা।
- পৃথিবীতে অনেকেই ছােট কাজ করে জীবিকা নির্বাহ করে। আপ্রাণ চেষ্টা করেও অনেকে সংসারের অভাব দূর করতে পারে না । তারপরও সততার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করে।
- উদ্দীপকের কবিতার চরণগুলােতে প্রকাশিত হয়েছে অন্যের জন্য কাজ করার প্রবণতা। সবার মুখে হাসি দেখে নিজ নাম মুছে ফেলা যায়। পরের জন্য উপকার করতে পারাই নিজের সুখ। আসলে আমরা পৃথিবীতে এসেছি সবাই মিলেমিশে থাকার জন্য । রানার ও নিজের কষ্টগুলাে দূরে সরিয়ে রাখে অপরের সুখের কথা চিন্তা করে। নিজের ক্লান্তি তার কাছে বড় মনে হয় না। বঢ়ার রানার কাজ করে মানুষের প্রয়ােজনে। উদ্দীপক ও রানার’ কবিতা উভয় ক্ষেত্রেই অন্যের মঙ্গল করার মধ্যে নিহিত সুখের কথা রয়েছে। এই দিন থেকে উদ্দীপকটির ভাবার্থ ‘রানার কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঘ.
- “অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপকের পাশাপাশি রানার' কবিতায়ও প্রকাশিত ।”- উক্তিটি সত্য ।
- দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত মানুষগুলাে নানা রকম ক্ষুদ্র পেশায় আত্মনিয়ােগ করে দায়িত্বশীলতার পরিচয় দেয়। অভাব তারে নিত্যসঙ্গী হলেও তারা সৎ।
- 'রানার' কবিতায় রানার অন্ধকারে দস্যর ভয় উপেক্ষা করে ছুটে চলে। রানারের ছুটে চলার মধ্যে রয়েছে গতিশীলতা । রানার আর সাহসী গতিশীলতার মধ্য দিয়ে অন্যের জন্য সুখের বার্তা নিয়ে আসে । রাতের অন্ধকারে ছুটে চলে রানার। উদ্দেশ্য শ্রাহকদের কাছে ব্যক্তিগত ও সায়ােজনীয় চিঠি পৌছে দেওয়া। রানারের কোনাে ক্লান্তি নেই। নেই বিশ্রাম নেওয়ার অবকাশ । নিজের দখ নিন রেখে রানার ছুটে চলে মানষের কল্যাণে। উদ্দীপকেও বলা হয়েছে অন্যের জন্য কিছু করতে পারার মাঝেই বয়েতে য়ছে অন্যের জন্য কিছু করতে পারার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। নিজের দুঃখ ফুলে থাকা যায় অপরের সুখের দিকে চেয়ে।
- রানারের কাজে প্রতিফলিত হয় যথেষ্ট মহানুভবতার ছোয়া। সেই সঙ্গে উদ্দীপক ও 'রানার' কবিতo ৰে ভয়া। সেই সঙ্গে উদ্দীপক ও 'রানার' কবিতায় অপরের ল্যাপসির বিয়াই প্রকাশিত হয়েছে। তাই বলা যায়, “অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপনের বৰ কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপকের পাশাপাশিত 'রানার কবিতায় প্রকাশিত।
সৃজনশীল প্রশ্ন ০২
সে চলিতেছিল দুর্গম কাঁটাভরা পথ দিয়া। পথ চলিতে চলিতে সে একবার পিছনে ফিরিয়া দেখিল, লক্ষ আঁখির অনিমিখ দৃষ্টি তাহার দিতে। চাহিয়া আছে। সে দৃষ্টিতে আশা-উন্মাদনার যে ভাষর জ্যোতি ঠিকরাইয়া পড়িতেছিল, তাহাই ঐ দুরন্ত পথিকের বক্ষ এক মাদকতা ভয় গৌরবে ভরপুর করিয়া দিল। সে প্রাণভরা তৃপ্তির হাসি হাসিয়া বলিল- হাঁ তাই। তােমাদের এমন শক্তিতরা দৃষ্টি পেলে কোথায়? অঙ্গ আঁখির নিযুত দীপ্ত চাউনি বলিয়া উঠিল— 'ওগাে সাহসী পথিক, এ দৃষ্টি পেয়েছি তােমারই ওই চলার পথ চেয়ে।
ক. রানারের কাধে কিসের বােঝা?
খ. কাজ নিয়েছে সে নতুন খবর আনার'- চরণটি দ্বারা কী বােঝানাে হয়েছে?
গ. উদ্দীপকের দুরন্ত পথিকের সঙ্গে রানার' কবিতার রানারের সাদৃশ্য নিরূপণ কর।
ঘ. উদ্দীপকের দুরন্ত পথিকের চলার পথ এবং 'রানার' কবিতার রানারের চলার পথ একই।"- মন্তব্যটি তুমি সমর্থন কর। কি? মতের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর ০২
ক.
রানারের কাঁধে জানা-অজানার বােঝা।
খ.
- প্রশ্নোত লাইনটিতে নির্দিষ্ট স্থানে যথাসময়ে রানারের খবর পৌছে দেওয়াকে বােঝানাে হয়েছে।
- রানার দুর্বার গতিতে ছুটে চলে। সব বাধা অতিক্রম করে খবরের ঝােলা নিয়ে রানার ছুটে চলে। চিঠিতে থাকে সুখ-আনন্দ, দুঃখশােক ভরা সংবাদ। যার জন্য অপেক্ষায় থাকে প্রিয়জনরা। আর রানারের কাজ এই খবর যথাসময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছে দেওয়া। রানার প্রতিদিনই নতুন নতুন খবর মানুষের কাছে পৌছে দেয়। তাই বলা হয়েছে, রানার কাজ নিয়েছে নতুন খবর আনার।
গ.
- ছুটে চলার গতিতে উদ্দীপকের দুরন্ত পথিক এবং রানার কবিতার রানারের যথেষ্ট মিল রয়েছে।
- কর্মনিষ্ঠ দায়িত্বশীলরা সব বাধা-ভয় উপেক্ষা করে গন্তব্য অভিমুখে ছুটে চলে। পথ যত দুর্গম হােক না কেন, তারা সব প্রতিকূলতা পিেরয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারা কোনাে কাজকে তুচ্ছ মনে করে না। কোনাে কিছুতে লােভ করে না, কাজে সততার পরিচয় দেয়।
- কাঁটাভরা দুর্গম পথ দিয়ে হেঁটে চলে দুরন্ত পথিক। চলার পথের প্রতিবন্ধকতা সাহসের সঙ্গে পেছনে ফেলে এগিয়ে যায় সে। তার চলার পথে থাকে উজ্জ্বল আলাের জ্যোতি, যা সে অর্জন করেছে সাহসিকতার মধ্য দিয়ে। 'রানার' কবিতার রানারও অন্ধকার দুগম। পথে অবিরাম ছুটে চলে। ক্লান্তিকে পেছনে ফেলে সে এগিয়ে যায় উজ্জ্বল আলাের দিকে। খবরের বােঝা হাতে ছুটে চলে রানার। রানারের পথচলা উদ্দীপকের দুরন্ত পথিকের মতাে। এ দিক থেকে উভয়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য বিদ্যমান।
ঘ.
- হ্যা, উদ্দীপকের দুরন্ত পথিকের চলার পথ এবং রানার কবিতার রানারের চলার পথ একই।
- কাজে দায়িত্বশীল ব্যক্তিরা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে। তারা জানে তাদের চলার পথ মসৃণ নয়। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে তাদের সামনে এগিয়ে যেতে হয়। নিজেদের বিষাদকে তুচ্ছ করে তারা সামনের দিকে ছুটে চলে।
- উদ্দীপকের দুরন্ত পথিক আশা-উন্মাদনায় ভর করে মহৎ উদ্দেশ্যে সামনে এগিয়ে চলে। ব্যাপক সাহসিকতায় পথের কাঁটাগুলাে সে দূর করে। উদ্দেশ্য সফলভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানাে। সবার কাছে ঈর্ষণীয় হয়ে থাকে দুরন্ত পথিকের চলার পথ। রানার কবিতার রানারও খবরের বােঝা হাতে ছুটে চলে দুর্বার গতিতে। রানারের দায়িত্বশীলতার কাছে কোনােকিছুই তার সামনে বাধা হয়ে ওঠে না। অন্ধকার রাতে, নির্জন পথে রানার ছুটে চলে সামনের দিকে। রানার মহান পেশার মহৎ কাজটি সাহসিকতার সঙ্গে সম্পন্ন করে, যা উদ্দীপকের দুরন্ত পথিকের চলার পথের মতােই।
- দুরন্ত পথিক এবং রানার দুজনই পথের বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যায়। উপযুক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের দুরন্ত পথিকের চলার পথ এবং রানার কবিতায় বর্ণিত রানারের চলার পথ একই।
Postar um comentário