-->

SSC কৃষি শিক্ষা ৪র্থ অধ্যায়ের mcq - ২০২২.Helped school

 কৃষি শিক্ষা ৪র্থ  অধ্যায়ের mcq - ২০২২.


SSC কৃষি শিক্ষা ৪র্থ  অধ্যায়ের mcq - ২০২২.Helped school

কৃষিজ উৎপাদন  অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা,  জ্ঞান মূলক  প্রশ্ন  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের জন্য খুব উপকারী হবে। 


আরও পড়ুন ঃ 


বহুনির্বাচনি গুলো ঃ 


১. আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত ?

ক. দ্বিতীয় 

খ. চতুর্থ 

গ. ষষ্ঠ 

ঘ. অষ্টম 


২. সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম  ? 

ক. শিম  

খ. বেগুন  

গ. মাষকলাই  

ঘ. সরিষা 


৩. দুই রঙা গোলাপের জাত  কোনটি ? 

ক. এলিজাবেথ  

খ. ব্লাক প্রিন্স 

গ. মিরিন্ডা  

ঘ. আই ক্যাচার  


৪. BJRI কতটি তোষা পাট উদ্ভাবন করেছেন ?

ক. ১২ টি 

খ. ১৬ টি 

গ. ১৮ টি 

ঘ. ২০ টি 


৫. কলার ছত্রাক নাশক রোগ হলো  -

i. সিগাটোগা রোগ 

ii.  গুচ্ছ মাথা রোগ

iii. পানামা রোগ

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii 


৬. নিচের কোনটি ঘাস জাতীয় উদ্ভিদ  ? 

ক. তেলাকুচা 

খ. বাসক 

গ. বাঁশ 

ঘ. বেত 


৭. শুধু বোরো মৌসুমে চাষ করা যায় ধানের এমন জাত কয়টি  ? 

ক. ১০ টি    খ. ১২ টি   গ. ১৬ টি    ঘ. ১৮ টি 


৮. দৌলত কোন ফসলের জাত ?

ক. ধান    খ. পাট    গ. আলু    ঘ. সরিষা 


৯. ফুলকপি চাষে হেক্টর প্রতি  কত লাভ হয়  ? 

ক. ১৯ হাজার টাকা 

খ. ১১ হাজার টাকা

গ. ১৬ হাজার টাকা

ঘ. ১৫ হাজার টাকা 


১০. ধানের স্থানীয় জাত - 

 i. টেপি 

ii. গিরবি

iii. লতিশাইল

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii


১১. মাষকলাইয়ের স্থানীয় জাত কোনটি  ? 

ক. পান্থ    খ. হেমন্ত     গ. সাধুহাটি    ঘ. শরৎ


১২. সম্বল সরিষা জীবনকাল কত দিন  ? 

ক. ৭০-৮০ দিন

খ. ৭৫-৯০ দিন

গ. ৯০-১০০ দিন

ঘ. ১০০-১১০ দিন


১৩. BJRI কতটি দেশি জাতের  পাট উদ্ভাবন করেছেন ? 

ক. ১২ টি    খ. ১৫ টি    গ. ১৭ টি    ঘ. ১৮ টি


১৪. ধানের আউশ মৌসুমে জাত কয়টি ?

ক. ২ টি    খ. ৮ টি    গ. ১২ টি    ঘ. ১৪ টি


১৫. অল্টারনারিয়া ব্লাইট রোগে  -

i. পাতার বাদামি দাগ পড়ে 

ii. পাতায় গাঢ় রঙের গোলাকার দাগ পড়ে 

iii. ম্যালাথিয়ান -৫৭ ইসি স্প্রে করতে হয় 

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii


১৬. বাংলাদেশে কত হেক্টর জমিতে কলা চাষ হয়  ? 

ক. ২০ হাজার 

খ. ৩০ হাজার

গ. ৪০ হাজার 

ঘ. ৫০ হাজার


১৭. নিচের কোনটি হাঁসের জাত  ? 

ক. স্টার ব্রো 

খ. স্টার ক্রস 

গ. ইন্ডিয়ান রানার 

ঘ. লেহম্যান 


১৮. ধান খেতে মাছ ও চিংড়ি চাষের কৌশল কয় ধরনের হতে পারে  ? 

ক. ২      খ. ৩      গ. ৪       ঘ. ৫   


১৯. আমাদের দেশে পালিত গবাদিপশুর কতভাগ বাছুর  ? 

ক. ১০ ভাগ    খ. ১৬ ভাগ    গ. ২১ ভাগ     ঘ. ২৪ ভাগ 


২০. ধান খেতে মাছ ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের জাত হলো   -

i. বি. আর - ৩  

ii. বি. আর - ১১   

iii. বি. আর - ১৪  

নিচের কোনটি সঠিক ? 

ক. i       খ.  i ও ii      গ.  ii  ও iii     ঘ.  i, ii ও iii


২১. বাংলাদেশ  এ পর্যন্ত  ধানের কয়টি উফশী জাত   উদ্ভাবন করেছেন  ? 

ক. ৪০ টি      খ. ৪৬ টি      গ. ৫৬ টি       ঘ.  ৬১ টি 


২২. ডাউনি মিলডিউ কোন ফসলের রোগ  ? 

ক. ধান      খ. সরিষা      গ. লালশাক    ঘ. পালংশাক 


২৩. গোলাপ চাষে হেক্টর প্রতি কতটি ফুল পাওয়া যায়  ? 

ক.  ১২,৫০০ টি

খ. ১, ২৫, ০০০ টি     

গ.  ১২, ৫০, ০০০ টি     

ঘ.  ১, ২৫, ০০, ০০০ টি


২৪. শিং ও মাগুর মাছের ক্ষতরোগ কোন ছত্রাকের আক্রমণে হয়ে থাকে  ? 

ক. এ্যাফানোমাইসিস ইনভাডেন্স 

খ. এ্যারোমোনাডস  

গ. মিক্সাব্যাকটার  

ঘ. ক্লোরামফেনিকল  


২৫. বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষ হয়  -

i. রজনীগন্ধ 

ii. গোলাপ   

iii. গ্লাডিওলাস  

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii 


২৬. চাল কুমড়া চাষে প্রতি মাদায় কত গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে  ? 

ক. ৫০ গ্রাম    খ. ৭৫ গ্রাম   গ. ১৫০ গ্রাম   ঘ. ২০০ গ্রাম


২৭. গাভী প্রসবের কতদিন পর্যন্ত শাল দুধ খাওয়াতে হবে  ? 

ক. ৩-৪ দিন 

খ. ৪-৫ দিন 

গ. ৫-৭ দিন 

ঘ. ১০-১২ গ্রাম


২৮. বাংলাদেশে কয়টি প্রজাতির পোকা বেগুন ফসলের ক্ষতি করে থাকে  ? 

ক. ১০ টি 

খ. ১৬ টি

গ. ২০ টি 

ঘ. ২৬ টি 


২৯. হাঁস - মুরগি - মাছের সমন্বিত চাষে প্রতি শতকে কয়টি রুই মাছ ছাড়তে হবে  ? 

ক. ২ টি 

খ. ৩ টি 

গ. ৬ টি 

ঘ. ৮ টি 


৩০. গুলশা মাছের শনাক্তকরণ বৈশিষ্ট্য  -

i. পিঠের অংশ বাঁকানো   

ii. মুখে ৪ জোড়া গোঁফ আছে 

iii. শরীরের রং জলপাই ধূসর 

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii      খ. i , ii ও iii      গ.  ii ও ii      ঘ.  i ও  iii



উত্তর মালা ঃ 


১. ঘ     ২. ঘ     ৩. ঘ     ৪. খ     ৫. খ     ৬. গ     ৭. গ 

৮. ঘ     ৯. গ     ১০. ঘ      ১১. গ      ১২. ঘ      ১৩. গ  

১৪. খ    ১৫. ক   ১৬. গ     ১৭. গ      ১৮. খ     ১৯. ঘ

২০. ঘ    ২১. ঘ    ২২. ঘ     ২৩. গ       ২৪. ক    ২৫. ঘ  

২৬. ঘ    ২৭. গ    ২৮. খ    ২৯. ঘ     ৩০. খ  


Premium Blogger Templates