-->

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - ২০২২.Helped school

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 


বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - ২০২২.Helped school.



বহিপীর নাটকের কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা,  জ্ঞান মূলক ও বিভিন্ন ধরনের প্রবন্ধ,  কবিতা, গল্প ও নিউজ মিডিয়া থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার জন্য খুব উপকারী হবে। 

আরও পড়ুন ঃ 

কাকতাড়ুয়া উপন্যাসের mcq - 2022 


বহুনির্বাচনি গুলো ঃ 



১। এমন ঝড় কখনো দেখিনি উক্তিটি কার ? 

ক. হাশেমের 

খ. তাহেরার

গ. খোদেজার 

ঘ. বহিপীরের


২। হাতেম আলির জমিদারি কোথায় ছিল ? 

ক. শাহবাজপুর 

খ. রেশমপুর 

গ. ডেমরা 

ঘ. সুনামগঞ্জ 


৩। দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেএ - উক্তি টা কার ? 

ক. হাতেম

খ. হাশেম

গ. বহিপীর

ঘ. খোদেজা


৪। বহিপীর নাটকের সর্বশেষ সংলাপটি কার ? 

ক. বহিপীর

খ. তাহেরা

গ. খোদেজা 

ঘ. হাশেম 


৫। খোদেজার মতে কার ঘাড়ে শয়তান চেপে রয়েছে-

 i. তাহেরায় ঘাড়ে

 ii. পীরের ঘাড়ে

 iii. হাশেম আলির ঘাড়ে

 নিচের কোনটি সঠিক?

 ক. i

 খ. ii

 গ. i ও iii

 ঘ. iii


৬। হাতেম আলির বজরায় কয়টি কামরা ছিল ? 

ক. ১টি     খ. ২টি     গ. ৩ টি     ঘ. ৪ টি 


৭। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ? 

ক. দৈনিক খাদেম

খ. স্টেটসম্যান 

গ. ইত্তেফাক 

ঘ. নবদূত


৮। নাটকে কয়টি পর্বে বিভক্ত থাকে -

ক. তিন    খ. চার    গ. পাঁচ      ঘ. ছয় 


৯। কোন ডাকটা হাতেমের কাছে ঠাট্টার মতো শোনায় ? 

ক. বাদশা   খ. মালিক    গ. জমিদার     ঘ. সাহেব 


১০। বহিপীর’ নাটকে হাতেম আলির চরিত্রটি-

 i. মানবিক চেতনাসম্পন্ন

 ii. আত্মনিমগ্ন

 iii. আত্মোপলব্ধিহীন

 নিচের কোনটি সঠিক?

 ক. i

 খ. ii

 গ. i ও ii

 ঘ. iii


১১। ' খোদা খোদা,  আমার মাথা ঘুরছে ' - কার মাথা ঘুরছে ? 

ক. বহিপীরের 

খ. খোদেজার 

গ. হাতেমের 

ঘ. তাহেরার


১২। বহিপীর নাটকে কোন সময়ের সমাজচিত্র তুলে উঠেছে ? 

ক. ১৯ শতক

খ. ১৯ শতকের শেষ ভাগের 

গ. ২০ শতকের 

ঘ. ২০ শতকের শেষ ভাগের 


১৩। বহিপীর নাটকে হঠাৎ আশাতীত কাজ কে করেছে? 

ক. বহিপীর 

খ. হাতেম

গ. তাহেরা

ঘ. খোদেজা


১৪। বহিপীর নাটক কত সালে ঢাকা থেকে প্রকাশিত হয় ? 

ক. ১৯৬০ 

খ. ১৯৬১

গ. ১৯৬৪

ঘ. ১৯৬৫


১৫। তাহেরা হাশেমকে বিয়েতে মত দিতে চায় না কেন-

 i. হাশেম যা করছে তা ঝোঁকের মাথায়

 ii. সে কারো করুণা চায় না

 iii. খোদেজাকে শাশুড়ি হিসেবে পছন্দ হয় না

 নিচের কোনটি সঠিক?

 ক. i

 খ. i ও  ii

 গ. ii

 ঘ. iii


১৬। ' সূর্যাস্ত আইন কত প্রণীত হয় ? 

ক. ১৭২০ সালে

খ.  ১৭৫৬ সালে

গ.  ১৭৯৩  সালে

ঘ. ১৯৯৮ সালে


১৭। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে ? 

ক. দুই   খ. তিন     গ. চার     ঘ. পাঁচ


১৮। শহরে পীর সাহেবের কত জন ধনী মুরিদ ছিল ? 

ক. নয়    খ. সাত     গ. পাঁচ     ঘ. তিন 


১৯। গ্রিক মনীষী আ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন ? 

ক. দুটি    খ. তিনটি     গ. চারটি     ঘ. পাঁচটি


২০। বহিপীর চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র। কার‌ণ-

i. ব্যক্তিস্বার্থে জীবনকে গণনা করে

ii. ব্যক্তিস্বার্থে জগৎকে গণনা করে

iii. ব্যক্তিস্বার্থে অতিক্রম করে

নিচের কোনটি সঠিক?

ক. iii

খ. i

গ. ii

ঘ. i ও ii


২১। বহিপীর কোন ঋতুর প্রক্ষাপটে লেখা ? 

ক. গ্রীষ্ম    খ. বর্ষা    গ. শরৎ    ঘ. হেমন্ত 


২২। দ্বিজেন্দ্রলাল রায় রচিত  নাটক কোনটি ? 

ক. নীলদর্পণ 

খ. শাজাহান 

গ. জনা 

ঘ. রক্তকরবী 


২৩। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন ? 

ক. চট্টগ্রাম 

খ. ঢাকা

গ. রাজশাহী 

ঘ. সিলেট 


২৪। বহিপীর নাটকে ঝড় কখন হয়েছিল ? 

ক. সন্ধ্যায়   খ. বিকেলে    গ. শেষ রাতে   ঘ. সকালে


২৫। পূর্ববাংলার সমাজবাস্তবতা ও সমাজচিত্র উপস্থাপনে উল্লেখযোগ্য নাট্যকার-

i. নুরুল মোমেন

ii. আসকার ইবনে শাইখ

iii. বুদ্ধদেব বসু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i

গ. ii

ঘ. iii


২৬। পীর সাহেব নৌকায় করে কেথায় যেতে চেয়েছিল ? 

ক. কদমতলা 

খ. ডেমরা 

গ. রেশমপুর

ঘ. সুনামগঞ্জ 


২৭। ' জমীদার দর্পন ' প্রকাশিত হয় কত সালে ? 

ক. ১৮৭০ সালে

খ. ১৮৭১ সালে

গ. ১৮৭২ সালে

ঘ. ১৮৭৩ সালে


২৮। আমি যেন কোরবানির বকরি’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে কোনটি?

ক. উপমা

খ. উৎপ্রেক্ষা

গ. যমক

ঘ. শ্লেষ


২৯। সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে মাধ্যমিক পাস করেন?

ক ১৯২৭

খ ১৯২৯

গ ১৯৩৭

ঘ ১৯৩৯


৩০। নাটকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ঐক্য হচ্ছে-

i. সময়ের ঐক্য

ii. স্থানের ঐক্য

iii. ঘটনার ঐক্য

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii


৩১। ' নিমরাজি’ শব্দের অর্থ কী?

ক. প্রায় সম্মত

খ সম্মত

গ অনেক বেশি রাজি

ঘ প্রস্তুত


৩২। সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭৫

খ. ১৯৭৭

গ. ১৯৭৮

ঘ. ১৯৭১


৩৩। নাট্যকার ওয়ালীউল্লাহ্‌ কোথায় মৃত্যুবরণ করেন?

ক. প্যারিসে

খ. ঢাকায়

গ. লন্ডন 

ঘ. কলকাতায় 


৩৪। জমিদার হাতেম আলির পুত্রের নাম কী?

ক. হকিকুল্লাহ

খ. রহমত আলি

গ. হাশেম আলি

ঘ. নওশের আলি


৩৫। বহিপীর’ নাটকে পরিলক্ষিত হয়েছে -

i. জমিদারের অমানুষিক অত্যাচার

ii. পাকিস্তানি শাসকের নির্যাতন

iii. পীর সম্প্রদায়ের সৃষ্ট ধর্মীয় কুসংস্কার

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও ii


৩৬। চর্যাপদ নৃত্য ও অভিনয় কোথায় পরিবেশিত হতো?

ক. বৌদ্ধ মন্দিরে

খ. গুরুর গৃহে

গ. জঙ্গলে

ঘ. রাজদরবারে


৩৭। বহিপীর নাটকে অপ্রধান চরিএ কয়টি? 

ক. ২ টি    খ. ৩ টি    গ. ৪ টি    ঘ. ১ টি 


৩৮। Drama শব্দের অর্থ কী ? 

ক. to go 

খ. to do 

গ. to come 

ঘ. to care 


৩৯। হেরাসিম স্পেপানভিচ্ লেবেদেফ কোন দেশের নাগরিক ছিলেন ? 

ক. রাশিয়া 

খ. চীন 

গ. ইংল্যান্ড 

ঘ. জার্মানি 


৪০। পীর সাহেব তাহেরাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ-

i. তাঁর প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে মারা গেছেন

ii. তাহেরার বংশ খান্দানি

iii. তাহেরা নেক পরহেজগার মেয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii


উত্তর মালা ঃ 


১. ক     ২. খ    ৩. খ    ৪. ক    ৫. গ    ৬.  খ     ৭.  খ

৮.  গ     ৯. গ    ১০. গ      ১১. খ     ১২. খ       ১৩.  খ 

১৪. ক    ১৫. খ    ১৬. গ    ১৭. গ      ১৮. ঘ     ১৯.  খ

২০. ঘ    ২১. ঘ     ২২. খ    ২৩. ক    ২৪. গ     ২৫. ক  

২৬. ক    ২৭. ঘ     ২৮. খ     ২৯. ঘ    ৩০. ঘ      ৩১. ক

৩২. ঘ     ৩৩. ক     ৩৪. গ     ৩৫. গ    ৩৬. ক      ৩৭. ক

৩৮. খ    ৩৯. ক     ৪০. ঘ


তথ্যসংগ্রহ ঃ পাঠ্য বই ,  লেকচার ,   ও  পান্জেরী পাঠ সহায়ক বই  ,  মডেল টেস্ট ,  লালসালু  ,   খুব অসময় ,  আরো একজন শ্রেষ্ঠ  ও বাঁধ   গল্প  থেকে। 


Premium Blogger Templates