-->

বায়ু দূষণ অনুচ্ছেদ. Helped school

 বায়ু দূষণ অনুচ্ছেদ


বায়ু দূষণ অনুচ্ছেদ. Helped school

আরও পড়ুন ঃ 

পানি দূষণ অনুচ্ছেদ রচনা 


দূষণের প্রকৃতি ও পদ্ধতির মধ্যে বিভিন্নতা রয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম সম্ভার হলাে বায়ু । কিন্তু বিশ্বজুড়ে আজ সেই বায়ু দূষিত হচ্ছে। সকলের স্বাস্থ্যের পক্ষে এ এক গুরুতর সমস্যা। ঝুলজাতীয় কার্বন কণা থেকে শুরু করে ভারী ধাতু, জটিল জৈব যৌগ, নিউক্লিয় আবর্জনা, জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে কার্বন ডাই-অক্সাইডকে বাতাসে ছড়িয়ে দেয়া, ক্লোরােফ্লোরাে, মিথেন, নাইট্রাস অক্সাইড, আলােক-রাসায়নিক ধোঁয়াশা ইত্যাদি সবই হলাে বায়ুদূষণের প্রধান উপকরণ । বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ নিয়ত বাড়ছে, এর ফলে আবহাওয়ার তাপমাত্রা ক্রমশই বেড়ে চলে । অকাল বর্ষণ, ঝড়জল, কুয়াশা এরই ফলশ্রুতি । এর রকম আবহাওয়া চাষাবাদ অনিশ্চিত। কুয়াশা আর তেল, কয়লা দহনের ফলে নির্গত মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি। এর ক্ষতিকারক ক্ষমতা মারাত্মক। মাথাধরা, শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যান্সার ইত্যাদি জটিল রােগ এ জাতীয় দূষণের ফল। বিভিন্ন যানবাহনের নির্গত ধোয়া সূর্যের আলাের সংস্পর্শে এসে তৈরি করে আলােক রাসায়নিক ধোয়াশা। অক্সাইড ও হাইড্রোকার্বনের বিক্রিয়ায় আরাে কিছু বায়ু দূষণের সৃষ্টি হয় । ওজোন। গ্যাস ও পারক্সিঅ্যাসিটাল নাইট্রেট তার অন্যতম । এতে তরিতরকারি ও শস্যের ক্ষতির পরিমাণ মারাত্মক । তাই আমাদের উচিত বায়ু দূষণ হয় এমন কাজ না করা। 


বায়ু দূষণ অনুচ্ছেদটিতে  নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন কি/না ?  সেটা আমাদের  কমেন্ট করে জানাতে ভুলবেন না।