-->

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

 সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 


সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

সুভা  গল্পের গুরুত্বপূর্ণ  জ্ঞানমূলক  প্রশ্ন ও উত্তর যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল সৃজনশীল প্রশ্ন সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা  মূলক  প্রশ্ন  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল জ্ঞানমূলক প্রশ্ন পড়লে তোমাদের S.S.C পরীক্ষার  সুভা  বিষয়ের জন্য খুব উপকারী হবে


আরও পড়ুন ঃ 

সুভা গল্পের mcq 


জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর ঃ


প্রশ্ন ১. প্রতাপের প্রধান শখ কী?

উত্তর : প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।


 প্রশ্ন ২. সুভা জলকুমারী হলে কী করত?

উত্তর : সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত।

 

 প্রশ্ন ৩. সুভার বাবার নাম কী?

উত্তর : সুভার বাবার নাম বাণীকণ্ঠ।


প্রশ্ন ৪। বাণীকণ্ঠর আর্থিক অবস্থা কেমন?

উত্তর : বাণীকণ্ঠর আর্থিক অবস্থা সচ্ছল।


প্রশ্ন ৫. গোঁসাইদের ছােট ছেলেটির নাম কী?

উত্তর : গোসাইদের ছােট ছেলেটির নাম প্রতাপ।


প্রশ্ন ৬. ঝিল্লিরব’ অর্থ কী?

উত্তর : ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঝি পােকার আওয়াজ বা শব্দে মুখর।


 প্রশ্ন ৭. সুভাষিণীর বড় দুই বােনের নাম কী? |

উত্তর : সুকেশিনী ও সুহাসিনী।


প্রশ্ন ৮. সুভা কোথায় বসে থাকত?

উত্তর : সুভা তেঁতুলতলায় বসে থাকত।


প্রশ্ন ৯. সুভার পুরাে নাম কী?

উত্তর : সুভার পুরাে নাম সুভাষিণী।


 প্রশ্ন ১০. সুভা' কী জাতীয় রচনা?

উত্তর : সুভা’ ছােট গল্প জাতীয় রচনা।


প্রশ্ন ১১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?  উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম 'বনফুল'।


প্রশ্ন ১২. কে সুভার মর্যাদা বুঝত?

উত্তর : প্রতাপ সুভার মর্যাদা বুঝত। 


প্রশ্ন ১৩. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর : ২৫শে বৈশাখ।


প্রশ্ন ১৪. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে জন্মগ্রহণ করেন।


প্রশ্ন ১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী? উত্তর : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।


প্রশ্ন ১৬. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : গীতাঞ্জলি' কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন।


প্রশ্ন ১৭. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর : এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন।


 প্রশ্ন ১৮. রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনফুল' কাব্য প্রকাশিত হয় তার কত বছর বয়সে?

উত্তর : ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনফুল’ কাব্য প্রকাশিত হয়।


প্রশ্ন ১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নােবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নােবেল পুরস্কার লাভ করেন।


প্রশ্ন ২০. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃত্যুবরণ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সনে মৃত্যুবরণ করেন।


প্রশ্ন ২১. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : ১৯৪১ সালে।


প্রশ্ন ২২. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।


প্রশ্ন ২৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

উত্তর : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন ২৪. বাণীকণ্ঠর ছােট মেয়ের নাম কী?

উত্তর : সুভাষিণী (সুভা)।


প্রশ্ন ২৫. ছােট মেয়েটার নাম সুভাষিণী রাখা হয়েছিল কেন?

উত্তর : বড় দুই বােনের নামের সাথে মিলের অনুরােধে ছােট মেয়েটির নাম সুভাষিণী রাখা হয়েছিল।


প্রশ্ন ২৬. সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকত? উত্তর : সুভাষিণীকে সবাই সংক্ষেপে সুভা' নামে ডাকত।


প্রশ্ন ২৭. বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে? উত্তর : দস্তুরমতাে অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকণ্ঠর বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে।

 

প্রশ্ন ২৮. ছােট মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতাে বিরাজ করছিল?

উত্তর : ছােট মেয়েটি পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতাে বিরাজ করছিল।


প্রশ্ন ২৯. সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত?

উত্তর : সুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত।


প্রশ্ন ৩০. সুভা সবসময় কোন চেষ্টা করত?

উত্তর : সুভা সবসময় নিজেকে সবার কাছ থেকে গােপন করার চেষ্টা করত।


প্রশ্ন ৩১. সুভা কী মনে করত?

উত্তর : সুভা মনে করত তাকে সবাই ভুলে গেলে সে বাঁচে।


প্রশ্ন ৩২. সুভার মা সুভাকে কীভাবে দেখতেন?

উত্তর : সুভার মা সুভাকে তার নিজের ত্রুটিস্বরূপ দেখতেন।


প্রশ্ন ৩৩. মায়েরা মেয়েকে কিসের অংশরূপে দেখেন? উত্তর : মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন।


প্রশ্ন ৩৪. মেয়ের কোনাে ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?

উত্তর : মেয়ের কোনাে ত্রুটি থাকলে মায়েরা নিজের ত্রুটি হিসেবে দেখেন।


প্রশ্ন ৩৫. বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালােবাসতেন?

উত্তর : বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে সুভাকে বেশি ভালােবাসতেন।


প্রশ্ন ৩৬. সুভার মা কী জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন?

উত্তর : সুভার মা নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন।


প্রশ্ন ৩৭. সুভার কথা না থাকলেও কী ছিল? 

উত্তর : সুভার কথা না থাকলেও সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালাে চোখ ছিল।


 প্রশ্ন ৩৮. সুভার ওষ্ঠাধর কিসের মতাে কেঁপে উঠত? উত্তর : সুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতাে কেপে উঠত।


প্রশ্ন ৩৯. সুভা কখনাে কখনাে কিসের মতাে চেয়ে থাকত?

উত্তর : সুভা কখনাে কখনাে অস্তমান চন্দ্রের মতাে অনিমেষভাবে চেয়ে থাকত।


প্রশ্ন ৪০. সুভা অবসর পেলেই কোথায় গিয়ে বসে থাকে?

উত্তর : সুভা অবসর পেলেই নদীতীরে গিয়ে বসে থাকে।


প্রশ্ন ৪১. গােয়ালের গাভী দুটি সুভার কে?

উত্তর : গােয়ালের গাভী দুটি সুভার অন্তরঙ্গ বন্ধু।


প্রশ্ন ৪২. সুভা নিয়মিত কয়বার গােয়ালে যেত?

উত্তর : সুভা নিয়মিত তিনবার গােয়ালে যেত।


প্রশ্ন ৪৩। সুভা' গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?

উত্তর : শুক্লা দ্বাদশী।


প্রশ্ন ৪৪. সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী কে?

উত্তর : সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ।


 প্রশ্ন ৪৫. বাণীকণ্ঠর ঘর কোথায়?

উত্তর : বাণীকণ্ঠর ঘর নদীর একেবারে উপরে।


তথ্য সংগ্রহ ঃ পাঠ্য বই ও লেকচার পাঠ্য সহায়ক গ্রন্থ