-->

বাংলা ১ম পত্র সকল কবিতার mcq. Helped school

 সকল কবিতার mcq & answer's - 2022


বাংলা ১ম পত্র সকল কবিতার mcq -২০২২ https://helpedschools.blogspot.com/ 

সকল কবিতার গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর । যা দেখলে ও পড়লে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের সকল কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের অনেক বড় উপকারী হবে।

আরও পড়ুন ঃ কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 


বহুনির্বাচনি গুলো ঃ 

১। গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?

ক. স্টাভরেজি     খ. ক্রিস মারাগোডাকিস

গ. অ্যাপোলো      ঘ. জো মাইলোগ


২। কবরী’ কলা কিসের জন্য বিখ্যাত?

ক. মিষ্টির জন্য     খ. দামের জন্য

গ. স্বাদের জন্য      ঘ. রঙের জন্য


৩। ভ্রান্তির ছলনে’ অর্থ কী?

ক. ভুলের ছলনায়

খ. আশার ছলনায়

গ. পাওয়ার ছলনায়

ঘ. হারাবার ভয়


৪। কপোতাক্ষ নদ ' সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি ? 

ক. ক খ ক খ ক খ খ ক

খ. ক খ খ গ ক খ খ গ

গ. ক খ খ ক ক খ ক খ

ঘ. ক খ ক খ ক খ খ গ


৫। প্রলয়শিখা ' কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ  ? 

ক. গল্প     খ.উপন্যাস     গ. প্রবন্ধ      ঘ. কাব্য


৬। ' মানুষ ' কবিতায় মোট চরণ সংখ্যা কয়টি  ? 

ক. ৩২      খ. ৩৪      গ. ৩৬      ঘ. ৩৮ 


৭। কারও কারও মতে কালাপাহাড়ে কোন সম্প্রদায় ছিল?

ক. ক্ষত্রিয়  খ. শূদ্র   গ. ব্রাহ্মণ   ঘ. বৈশ্য


৮। জীবন-সঙ্গীত’ কবিতায় কবি মানুষকে সংসারে কী সাজতে বলেছেন?

ক. বৈরাগী

খ. কর্তা

গ. নেতা

ঘ. সংসারী


৯। জীবন সঙ্গীত ' কবিতার চরণসংখ্যা কত  ? 

ক. ৩৪ টি    খ. ৩৫  টি     গ.  ৩৬ টি     ঘ.  ৩৭ টি 


১০। কোনটি কালাপাহাড়ের সম্ভাব্য নাম নয়?

ক. রাজশেখর       খ. রাজনারায়ণ

গ. রাজচন্দ্র            ঘ. রাজকৃষ্ণ


১১।  ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় কতটি চরিত্রের উল্লেখ  আছে ? 
ক. ১১ টি   খ.  ২৩টি    গ. ১৭টি     ঘ. ০৮ টি 


১২। বীর্যবান’ শব্দটি ‘জীবন-সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত হয়েছে-

i. পরাক্রম অর্থে

ii. পরাক্রমশালী অর্থে

iii. শক্তিশালী অর্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii


১৩। জীবন-সঙ্গীত’ কবিতায় কবি জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক.নিশার স্বপন

খ.রাতের আঁধার

গ.বেদনায় কান

ঘ.স্বপ্নের বাতিঘর


১৪। ' কপাল '  সামার্থক শব্দের অর্থ কী ? 

ক. ললাট       খ. পবন      গ. কপোল      ঘ. কুন্তল


১৫।  'তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' 

 ‘জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা’ - এখানে ‘সাহসী’ হলো -

i. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া

ii. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা

iii. ভয়কে আরো ভয় মনে করে পিছনে হটা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii 

গ. i ও iii

ঘ. i, ii ও iii


১৬। ' তোমাকে পাওয়ার জন্য হে ,  স্বাধীনতা ' কবিতায় কতটি চরণ আছে  ? 

ক. ৪৫ টি    খ.  ৪৬ টি      গ.  ৪৭ টি      ঘ. ৪৮ টি  


১৭। শামসুর রহমান ২০০৬ সালের কত তারিখে মারা যান  ? 

ক. ১৭ আগস্ট    খ. ২৭ মার্চ    গ. ২০ মে    ঘ. ২৫ এপ্রিল 


১৮। আমার পরিচয় ' কবিতার উল্লেখিত নদীর সংখ্যা কত ? 

ক. ১৩০০ 

খ. ১২০০

গ. ১৪০০

ঘ. ১৫০০


১৯। সেই দিন এই মাঠ ' কবিতায় মোট কতটি চরণ আছে ? 

ক. ১০ টি                     খ. ১১টি

গ. ১২ টি                      ঘ. ১৩ টি


২০। সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহন করেন ?  

ক. ১৯৩৫ 

খ. ১৯৩৬

গ. ১৯৩৭

ঘ. ১৯৩৮


২১। "সাধ" শব্দের অর্থ কী  ? 

ক. খোয়াব   খ. স্পৃহা    গ. মমতা    ঘ. পুলক


২২।  কৈবর্ত বিদ্রোহ  ছিল - 

i. বাঙালি জাতির বিদ্রোহ

iii.  পাকিস্তানি জাতির বিদ্রোহ 

iii. হিন্দু জাতির বিদ্রোহ

নিচের কোনটি সঠিক ? 

ক.  i     খ. i ও iii    গ. ii ও iii   ঘ.  iii


২৩। "হরিণের মতো যায়" - এটি কী ? 

ক. উপমা      খ. দৃষ্টান্ত 

গ. অনুষঙ্গ      ঘ. চিত্রকল্প


২৪। জীবনানন্দ দাশের পিতার নাম কী ? 

ক. দেবাশীষ   খ. সত্যানন্দ  গ. ভবানন্দ  ঘ. সব্যসাচী


২৫। ' আলপথ ' শব্দের অর্থ কী  ? 

ক. সামনের পথ

খ. পাশের পথ

গ. জমির সীমানার পথ

ঘ. পেছনের পথ


২৬। রাজা ধর্মপালদেবের রাজত্বকাল হলো-

ক. ৭৭৭-৮১০

খ. ৭৮৩-৮১৯

গ. ৭৯১-৮১৭

ঘ. ৭৯৮ -৮২৩


২৭। জগতে সৌন্দর্যের মৃত্যু নেই  - কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে  ? 

i. এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন 

ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে

iii. খেয়া নৌকা গুলো  এসে লেগেছে চরের খুব কাছে 

নিচের কোনটি সঠিক  ? 

ক. i ও ii  খ. ii ও iii   গ. i, ii ও iii   ঘ.  i ও iii 


২৮। সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ বঙ্গাব্দের তারিখে জন্মগ্রহণ করেন? 

ক. ৩০ শে আষাঢ়         খ. ৩১ শে আষাঢ় 

গ. ২৫ শে শ্রাবণ             ঘ. ৩১ ভাদ্র


২৯। ' মাভৈঃ রানার!  এখানে রাতের কালো '। এ চিএকল্পে ফুটে উঠেছে - 

ক. রানারের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা 

খ. রাতের আঁধারে ' মাভৈ ' রবে ছুটে চলা 

গ. রাত বাকি আছে বলে রানারের জপতপে মনোনিবেশ 

ঘ. রাতের ভয় হতে মুক্তি পেতে রানারের মাভৈঃ মন্তোচ্চারণ


৩০। রোমান সভ্যতার সময়কাল কোন শতাব্দীর ? 

ক. ১৬০০/১৭০০

খ. ১৫০০/১৬০০

গ. ১৭৫০/১৮৫০

ঘ. ১৬৮০/১৭৮০


৩১। কবি আবদুল হাকিম কয়টি ভাষার পণ্ডিত ছিলেন  ? 

ক. ২টি    খ. ৩টি     গ. ৪টি     ঘ. ৫টি 


৩২।  কপাল ও কবজিতে বাঁধা লাল সালু হলো -

i. উত্তেজনার প্রতীক

ii. সংগ্রামীর প্রতীক

iii. স্বাধীনতার প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii


৩৩। " রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ? "  এ জিজ্ঞাসার মাধ্যমে কবি মূলত কোনটি জানতে চেয়েছেন ? 

ক. বৈষম্যহীন সমাজ প্রতিষ্টার লগ্ন 

খ. ধনবাদী সমাজের  পতন ক্ষণ 

গ. রানারের ছুটে চলার অবসান 

ঘ. রানার বিশ্রাম পাবে কবে 


৩৪। ' বঙ্গবাণী ' কবিতায় বাংলাদেশের কোন জেলার কথ্যভাষার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ? 

ক. নোয়াখালী              খ. চট্টগ্রাম 

গ. কুমিল্লা                    ঘ. রাজশাহী 


৩৫। ' রানার ' কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো -

i.রানারের কষ্ট ও বিপদসংকুল জীবন - জীবিকা

ii. পেশায় প্রতি রানারের শ্রদ্ধা ও কর্তব্যনিষ্টা

iii.কষ্টের কালিমা দূর করে সুখের সোনালি দিনের বার্তা

নিচের কোনটি সঠিক ? 

ক. i    খ. ii    গ. i,ii ও iii    ঘ. iii


৩৬।  সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ  শুরু হয় - 

ক. ১৯২৯   খ. ১৯৩০  গ. ১৯৩১   ঘ. ১৮৩০ 


৩৭। নির্মলেন্দু গুণ মাধ্যমিক পাস করেন কোন প্রতিষ্ঠান থেকে ? 

ক. বারহাট্রার সিকেপি ইনস্টিটিউশন থেকে 

খ. নেএকোনা জেলা স্কুল থেকে 

গ. নদীয়ার আরপি ইনস্টিটিউশন থেকে 

ঘ. ঢাকার সেন্ট জোসেফ স্কুল থেকে 


৩৮।  ' মোতে ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে  ? 

ক. মনের মাঝে  

খ. আমার কাছে 

গ. তোমার কাছে 

ঘ. মোহে পড়ে


৩৯। উলঙ্গ কৃষক’ বলতে প্রকৃত অর্থ বোঝানো হয়েছে -

ক. সংগ্রামী কৃষক

খ. শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

গ.শীর্ণকায় কৃষক

ঘ. মাঠ থেকে আসা কৃষক


৪০। অধীর ' শব্দের অর্থ কী  ?  

ক. ভীরসা   খ. কাতর    গ. অতিশয়    ঘ. খাতির


৪১। ' বঙ্গবাণী ' কবিতার যে শব্দগুলো পাওয়া যায় -

i. সর্বজন, উপদেশ

ii. বচন, গমন 

iii. হিন্দুয়ানী, বঙ্গদেশী 

নিচের কোনটি সঠিক  ? 

ক. i      খ. ii৷       গ. i ও iii    ঘ. ii ও iii 


৪২। বঙ্গবাণী’ কবিতার শেষ চরণ কোনটি?
ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
খ. নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
গ.  বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী
ঘ. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি


৪৩। ‘ঝুট’ শব্দের অর্থ কী? 

ক. গ্রন্থ

খ. সত্য

গ.অহংকার

ঘ. মিথ্যা


৪৪। জসীমউদ্দিন এর মায়ের নাম কী ? 

ক.আমেনা

খ.রহিমা

গ.ফাতিমা 

ঘ.রাফেজা


৪৫। আবেস্তা’ কাদের ধর্ম গ্রন্থ?

ক.  প্রাচীন হিব্রু জাতির

খ. চাকমাদের

গ. পারস্যের অগ্নি উপাসকদের

ঘ. আরবের মূর্তি উপাসকদের


৪৬। ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?

ক. দুই 

খ. তিন

গ. চার 

ঘ. পাঁচ


৪৭। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮০

খ. ১৮৮১

গ. ১৮৮২

ঘ. ১৮৮৩


৪৮। হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে -
i. মরণের দূত
ii. কুয়াশা কাফন
iii. মৃত্যুশঙ্কা
নিচের কোনটি সঠিক ? 
ক.i ও iii
খ.i
গ. iii
ঘ.iii ও ii 


৪৯। অক্ষয়কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. সংবাদ প্রভাকর

খ. সংবাদ কৌমুদী

গ. কল্লোল

ঘ. তত্ত্ববোধিনী


৫০। দারুণ-ত্রাসে গাত্রে কী বহে?

ক. শীত

খ. ভয়

গ. ঘাম

ঘ. জ্বর


উত্তর মালা ঃ 



১। গ     ২। গ    ৩। ক    ৪। ক  ৫। গ    ৬। খ  ৭। খ ৮। ঘ  ৯। গ  ১০। ক   ১১। ক ১২। গ   ১৩। ক ১৪। ক   ১৫। গ   ১৬। খ ১৭। ক ১৮। ক   ১৯। ঘ  ২০। ক  ২১। খ   ২২। ক   ২৩। ক  ২৪। খ ২৫। গ ২৬। ক ২৭। গ ২৮। ক   ২৯। ক   ৩০। ক   ৩১। খ
৩২। ক   ৩৩। ক   ৩৪। খ    ৩৫। গ    ৩৬। খ   ৩৭। ক ৩৮। ক   ৩৯। খ   ৪০। খ    ৪১। গ    ৪২। ক   ৪৩। ঘ ৪৪। ক   ৪৫। গ    ৪৬। ক   ৪৭। গ   ৪৮। খ   ৪৯। ঘ  ৫০। গ









Premium Blogger Templates