-->

S.S.C কৃষি শিক্ষা ১ম অধ্যায়ের mcq - 2022.Helped school.

 কৃষি শিক্ষা ১ম অধ্যায়ের mcq - 2022.


S.S.C কৃষি শিক্ষা ১ম অধ্যায়ের mcq - 2022.Helped school.https://helpedschools.blogspot.com/

কৃষি শিক্ষা ১ম অধ্যায়ের mcq কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা,  জ্ঞান মূলক  প্রশ্ন  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের জন্য খুব উপকারী হবে। 


আরও পড়ুন ঃ 

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্নোত্তর - ২০২২ 


বহুনির্বাচনি গুলো ঃ 


১। বাংলাদেশে কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?

ক. ২৮টি

খ. ২৯টি

গ. ৩০টি

ঘ. ৩১টি


২। নিচু জমিতে কোন ধান চাষ করা যায়?

ক. বোরো

খ. আউশ

গ. বোনা আমন

ঘ. ইরি


৩। গম চাষে পাওয়ার টিলারের সাথে কোনটি যোগ করা হয়?

ক. জোয়াল

খ. রটোভেটর

গ. কোদাল

ঘ. হার্ভেস্টর


৪। কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

ক. ধান

খ. ডাল

গ. গম

ঘ. ভুট্টা


৫। গভীরভাবে জমি চাষ করতে হয় যে ফসলের জন্য  -

i. আখ 

ii. পাট 

iii. আলু 

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii    খ.  ii ও iii    গ.  i ও iii    ঘ. i, ii ও iii 


৬। কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?

ক. গালি ভূমিক্ষয়

খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. নালা ভূমিক্ষয়

ঘ. রিল ভূমিক্ষয়


৭। বীজ শুকানোর সময় নির্ভর করে কয়টি পদ্ধতির ওপর?

ক. ৫টি

খ. ৪টি

গ. ৭টি

ঘ. ১টি


৮। বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?

ক. ৪০-৬০%

খ. ৩৫-৬০%

গ. ২৫-৪০%

ঘ. ৪৫-৬০%


৯। সাইলোপিটে ঘাস রাখার সময় কী ছিটিয়ে দিতে হয়?

ক. ইউরিয়া

খ. টিএসপি

গ. ঝোলাগুড়

ঘ. পানি


১০। অ্যালজিতে প্রচুর পরিমাণ কী থাকে  -

i. ভিটামিন-এ 

ii. ভিটামিন - বি 

iii. ভিটামিন -সি

নিচের কোনটি সঠিক ? 

ক. i    খ. i ও iii     গ.  ii ও iii     ঘ.  i, ii ও iii 


১১। গো - খাদ্য  হিসেবে কোন ধরনের অ্যালজি ব্যবহার করা হয় ? 

ক. ক্লোরেলা 

খ. স্পাইরোগাইরা 

গ. নাভিকুলা 

ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন 


১২। কোন ধরনের মাটি টমেটো চাষের জন্য অনুপযোগী  ?

ক. দোঁআশ

খ. বেলে দোঁআশ

গ. বেলে

ঘ. এঁটেল দোঁআশ


১৩। এক একর জমিতে আলু চাষে কী পরিমাণ গোবর দিতে হয় ? 

ক. ৪০০ কেজি

খ. ৪০০০ কেজি

গ. ৪০ কেজি

ঘ. ৪ কেজি


১৪। কৃষি পরিবেশ অঞ্চল ২৫ কোন মৃত্তিকা অঞ্চলের অন্তর্ভুক্ত ? 

ক. কাদা মাটি অঞ্চল

খ. বরেন্দ্র অঞ্চল

গ. মধুপুর অঞ্চল

ঘ. পাহাড়ি অঞ্চল


১৫। বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়  -

i. নিমের পাতার গুড়াঁ

ii. আপেল বীজের গুড়াঁ

iii. কমলার বীজের গুড়াঁ

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii    খ.  i ও iii     গ.  ii ও iii     ঘ. i, ii ও iii 


১৬। কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায় ? 

ক. রিল ভূমিক্ষয়

খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. গালি ভূমিক্ষয়

ঘ. নদী ভাঙন ভূমিক্ষয়


১৭। বীজ পরবর্তী মৌসুমে ব্যবহার জন্য বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন ? 

ক. ১২℅

খ. ১৮ ℅

গ. ৩০ ℅

ঘ. ৪০ ℅


১৮৷ বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হয় ? 

ক. ৮ টি    খ. ৭ টি     গ.  ৫ টি    ঘ.  ৪ টি


১৯। ফিসমিলে শতকরা কতভাগ আমিষ বিদ্যমান থাকে ? 

ক. ৫৬. ৬১ ℅

খ. ৬৫. ৬১ ℅

গ. ১১. ১২℅

ঘ. ১১. ১৮℅


২০। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির বৈশিষ্ট্য  -

i. ৯৫ শতাংশের বেশি ভূমি উঁচু 

ii. মাটির প্রকৃতি দোআঁশ

iii. মাটির অম্লমানের মাত্রা ৫-৫.৭

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  ii ও iii     গ.  i ও iii    ঘ. i,  ii ও iii 


২১। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের খরিপ-১ মৌসুমে বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. আখ

খ. পাট

গ. গম

ঘ. মুলা


২২। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের রবি মৌসুমে বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. ছোলা 

খ. বোনা আউশ

গ. বোনা আমন

ঘ. পাট


২৩। আলুর বীজ থেকে বীজের দূরত্ব কত হওয়া উচিত?

ক. ১০ সে.মি.

খ. ১৫ সে.মি.

গ. ২০ সে.মি.

ঘ. ২৫ সে.মি.


২৪। বীজ সংরক্ষণের পলিথিন ব্যাগ কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে ? 

ক. B.A.R.I

খ. B.R.R.I

গ. B.A.D.C

ঘ. R.D.R.S


২৫। বৃষ্টি পাতের ফলে  ভূমিক্ষয়ের পরিমাণ নির্ভর করে  -

i. বৃষ্টিপাতের তীব্রতার উপর 

ii. বৃষ্টিপাতের সংখ্যার উপর

iii. বৃষ্টিপাতের পরিমাণের  উপর

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii   খ.  ii ও iii     গ.  i ও iii    ঘ. i,  ii ও iii


২৬। বাতাসের আর্দ্রতা কত হলে মাছের খাদ্যে ছত্রাক/পোকামাকড় জন্মাতে পারে?

ক. ৫৬% এর বেশি

খ. ৫৬% এর কম

গ. ৬৫% এর বেশি

ঘ. ৬৫% এর কম


২৭। বাংলাদেশের কোন অঞ্চলে  বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়?

ক. চাঁদপুর 

খ. সিরাজগঞ্জ

গ. রাজশাহী 

ঘ. গোয়ালন্দ 


২৮। রেস্নিডিটি হলো  -

ক. চর্বি জারণ ক্রিয়া 

খ. আমিষ জারণ ক্রিয়া

গ. ভিটামিন জারণ ক্রিয়া

ঘ. খনিজ জারণ ক্রিয়া


২৯। বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কয়টি ? 

ক. ৮     খ. ৯     গ. ১০    ঘ. ১১


৩০। মিল্ক রিপ্লেসারে চর্বির পরিমাণ-

ক. ৮%

খ. ১০% এর কম

গ. ১০% এর অধিক

ঘ. ২৮%


উত্তর মালা ঃ 


১. গ    ২.  ক    ৩. খ    ৪. খ    ৫. গ     ৬. ঘ     ৭. খ 

৮.  খ     ৯. গ     ১০. গ      ১১. ক     ১২. গ    ১৩. খ 

১৪. খ    ১৫. ক    ১৬. ক   ১৭. ক     ১৮. খ    ১৯. ক

২০. খ   ২১. খ    ২২. ক    ২৩. খ      ২৪. ঘ     ২৫. ঘ  

২৬. গ    ২৭. গ    ২৮. ক    ২৯. খ    ৩০. গ    

Premium Blogger Templates