স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। Helped schoo
স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল সৃজনশীল প্রশ্ন সকল বোর্ড, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতা মূলক প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল সৃজনশীল প্রশ্ন পড়লে তোমাদের S.S.C পরীক্ষার স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা বিষয়ের জন্য খুব উপকারী হবে।
আরও পড়ুন ঃ
স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার mcq
সৃজনশীল প্রশ্ন ০১
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো ছিলেন একজন জীবন্ত কিংবদন্তিতুল্য স্বাধীনতা সংগ্রামী। সারা বিশ্বের মানুষের কাছে তিনি সাম্য ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তাঁর আত্মত্যাগ পৃথিবীজুড়ে সকল মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। শােষণহীন সমাজ প্রতিষ্ঠায় তার আত্মত্যাগ এই যুগের তরুণদেরও সমানভাবে উজ্জীবিত করে যাচ্ছে।
ক. কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
খ. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় বর্ণিত শ্রেষ্ঠ বিকেলের গল্প’ কী তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রো স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার যে চরিত্রের সাথে সম্পর্কিত তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় কবিতায় কবির বিরুদ্ধে কবি ...। মার্চের বিরুদ্ধে মার্চ এর মনােভাব প্রকাশ করেনি।”— মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর ০১
ক.
কবি অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন।
খ.
- স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় বর্ণিত শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলতে কবি ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দানের বিকেলকে বুঝিয়েছেন।
- ১৯৭১ সালের ৭ই মার্চ বিকেলে লাখ লাখ মানুষ অপেক্ষা করছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শােনার জন্য। সেই বিকেলেই তিনি সেই জনতার মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘােষণা করেছিলেন— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই বিকেলেই বাঙালি জাতি মুক্তির দিকনির্দেশনা পেয়েছিল এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। তাই কবি সেই বিকেলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে শ্রেষ্ঠ বিকেলের গল্প বলে আখ্যায়িত করেছেন।
গ.
- উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রো স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত।
- জাতিকে ঐক্যবদ্ধ করতে যােগ্য নেতৃত্বের কোনাে বিকল্প নেই। প্রত্যেক জাতির ভাগ্যেই দুর্যোগ-বিপর্যয় থাকে। তা কাটিয়ে উঠতে প্রয়ােজন যােগ্য নেতৃত্বের। নেতৃত্বশূন্য জাতি নানা হতাশায় নিমজ্জিত হতে পারে। সেই সময় জাতিকে সঠিক পথনির্দেশনা দিতে সাহসী ও তেজোদীপ্তরা এগিয়ে আসেন।
- স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের ঘটনাটি। বর্ণিত হয়েছে। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং বুকের রক্ত ঢেলে দিয়েছে। তার দীপ্ত চেতনাতেই বাঙালি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রোও তেমনই কিউবার জনগণের অবিসংবাদিত নেতা এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী প্রবাদপুরুষ। এই দিক থেকে ফিদেল ক্যাস্ট্রোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত বলা যায় ।
ঘ.
- “উদ্দীপকে ফটে ওঠা দিকটি স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় উল্লেখিত কবির বিরুদ্ধে কবি.... মার্চের বিরুদ্ধে। মার্চ'-এর মনােভাব প্রকাশ করেনি”- মন্তব্যটি যথার্থ।
- পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুগে যুগে বহু যােগ্য নেতার আবির্ভাব ঘটেছে। সাহসী পদক্ষেপে, সুদৃঢ় চেতনায় তাঁরা স্বজাতিকে মুক্তির পথ । দেখিয়েছেন। সাধারণের অধিকার প্রতিষ্ঠায় তারা অসীম ত্যাগ স্বীকার করেছেন।
- উদ্দীপকে শুধু কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রোর স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। অন্যদিকে স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণের ঘটনা, সেদিনকার ঘটনাস্থল রেসকোর্স ময়দানের গণজোয়ার, ভাষণমঞ্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক, মানুষের আবেগ উল্লাস হত্যাদি বিষয় ফুটে উঠেছে। অন্যদিকে এই কবিতায় কবি যে বিরম্ব চেতনার আor - তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। কারণ কবি দেখেন যে, সে দিনের শত্রুরা আজও তৎপর। তারা রাজনীতির কবি বঙ্গবনঃ এ মুজিবুর রহমানের বাণীর বিরুদ্ধে কথা বলে, সেদিনের সেই মঞ্চের স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত।
- স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে কবিতায় অনেক বিষয়ের সমাবেশ ঘটেছে। যেমন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষer - ঘটনাস্থল, গণজোয়ার, বজ্রকণ্ঠ ভাষণে উত্তাল জনসমুদ্র, স্বাধানতা সংগ্রামের ডাক, মানুষের আবেগের বহিঃপ্রকাশ শত বচন-১৯৭১ সালের , সবস্তরের জনসাধারণের অংশগ্রহণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযােগ্য নেতৃত্ব এবং এসবের বিরচন প্রভাব। এসব বিষয় উদ্দীপকে নেই। উদ্দীপকে শুধু ফিদেল ক্যাস্ট্রোর আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। তাই মন্তব্যটি যথার্থ বলা যায়।
সৃজনশীল প্রশ্ন ০২
‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে
সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।'
ক. নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে আখ্যায়িত করেছিল?
খ. মার্চের বিরুদ্ধে মার্চ' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের সাথে স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার যে দিকের মিল রয়েছে, তা ব্যাখ্যা কর।
ঘ. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে বাঙালির হৃদয়ও পদ্মর মতাে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল’- উদ্দীপক এবং স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার আলােকে এ উক্তির যথার্থতা প্রমাণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর ০২
ক.
নিউজউইক' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি' বলে আখ্যায়িত করেছিল ।
খ.
- মার্চের বিরুদ্ধে মার্চ’ বলতে কবি ঐতিহাসিক ৭ই মার্চের সংগ্রামী চেতনার বিরুদ্ধ অকল্যাণ চেতনা ও অশুভ শক্তির উত্থানকে বুঝিয়েছেন।
- ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে এ দেশে অশুভ শক্তির উত্থান ঘটে। এই অশুভ শক্তি আমাদের সব ইতিবাচক ভাবনা-সৌন্দর্য ধ্বংস করতে চায়। ৭ই মার্চ বাঙালির হৃদয়ে সংগ্রামী চেতনা ও শুভ ভাবনার প্রদীপ জ্বালিয়েছিল। কবি দেখেন যে সেই শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিকট উল্লাস শুরু হয়েছে। আলােচ্য অংশে কবি এ বিষয়টিকে বুঝিয়েছেন।
গ.
- উদ্দীপকের সাথে স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার ৭ই মার্চের ভাষণে জনতার সাড়া দেওয়ার দিকটির মিল রয়েছে।
- ১৯৭১ সালের ৭ই মার্চ রমনার রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। তাদের হৃদয়ে জুলছিল স্বাধীনতার অগ্নিশিখা। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের শুনিয়েছিলেন স্বাধীনতার অমােঘ বাণী, যা জনতার সমুদ্রে ঢেউ তুলেছিল।
- স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় কবি স্বাধীনতাকামী উত্তাল জনতার স্রোতকে দেখিয়েছেন। বাংলাদেশের প্রতিটি প্রান্ত জড়াে হয়েছে রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন যেন জনতার কায় হাওয়া লাগল। স্বাধীনতার মন্ত্র নিয়ে উদ্দাম হাওয়ায় সেই নৌকা ছুটে চলল। উদ্দীপকেও আছে জনসমুদ্রে ঢেউতা হিমালয় থেকে সুন্দরবন অবধি কেঁপে উঠেছে। ঢেউয়ের এই কোলাহলে সবাই গন্তব্য খুঁজে পেয়েছে। এই জনতার দাম স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার সঙ্গে আলােচ্য উদ্দীপকের মিল রয়েছে।
ঘ.
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে বাঙালির হৃদয়ও পদ্মর মতাে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল’- উদ্দীপক এবং স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতার আলােকে এ উক্তিটি যথার্থ ।
- ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে মুক্তির জন্য আহ্বান করেন। সেই আহ্বানে জনতার মধ্যে নবজোয়ার আসে। স্বাধীনতার বাণী পৌঁছে যায় বাঙালির হৃদয়ে হৃদয়ে। সেই বাণী উত্তাল হাওয়ার মতাে ভেসে চলে ।
- স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলাে' কবিতায় ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসনের নিগড় থেকে মুক্তির জন্য স্বাধীনতার যে ডাক দেন তা তুলে ধরা হয়েছে। এ ভাষণের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন। সুনিশ্চিত হয়। লক্ষ লক্ষ মানুষ সেই বাণী শুনে সেদিন উচ্ছ্বসিত হয়ে উঠেছিল । উদ্দীপকের পদ্মার উচ্ছ্বাস বাঙালির এই উচ্ছ্বাসের সঙ্গে তুলনীয় । এই উচ্ছ্বাসে হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত কেঁপে উঠেছিল, মানুষ অধিকারসচেতন হয়ে উঠেছিল, যাকে কবি উপমিত করেছেন জল ও মাটিতে ভাঙনের বেগের সঙ্গে।
- উদ্দীপকের কবিতংশে পদ্মার উচ্ছাস মানে সমগ্র বাঙালির ঐক্যবদ্ধ জাগরণ ও সংগ্রামী চেতনার উচ্ছ্বাস। কবি দেখেছেন যে, সেই। উচ্ছাস বাঙালির সব ভয়, সব বাধা ভেঙে দিয়েছিল। এই উচ্ছ্বাসের মূল শক্তি ও প্রেরণা ছিল আলােচ্য কবিতার রাজনীতির কবি । বগবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ । এসব দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
Postar um comentário