-->

পানি দূষণ অনুচ্ছেদ. Helped school.

পানি দূষণ অনুচ্ছেদ


পানি দূষণ অনুচ্ছেদ helped school

আরও পড়ুন ঃ 

পরিবেশ দূষণ অনুচ্ছেদ রচনা 


মানুষ তথা জীবজগতে বসবাসের যােগ্য এলাকাকে বলে তার পরিবেশ। পরিবেশের সাথে মিলেমিশে মানুষ অপরাপর উদ্ভিদ ও প্রাণীর জীবনের বিকাশ ঘটে। এরা নিজ নিজ পরিবেশ থেকেই বাঁচার উপকরণ সংগ্রহ করে । পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি ছাড়া মানুষ ও জীব বাঁচতে পারে না । বিশুদ্ধ পানি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়ােজনীয়। কিন্তু এই পানি নানা উপায়ে দূষিত হয় । কৃষকরা ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকে । বৃষ্টি ও বন্যার মাধ্যমে এই রাসায়নিক পদার্থ নদী-নালা ও পুকুরের পানির সাথে মেশে। এ ছাড়াও কল-কারখানার বর্জ্য পদার্থ নদী-নালায় ফেলে যা পানিকে দূষিত করে। নৌকা, স্টীমার, লঞ্চের পােড়া তেল, খাদ্য এবং মানুষের মলমূত্র নদী ও খালের পানিতে নিক্ষেপ করে। তেলবাহী ট্যাংকারসমূহ প্রায়ই তাদের ট্যাংকসমূহ সমুদ্রে পরিষ্কার করে এবং পাওয়ার হাউজ নদীসমূহে গরম পানি নিষ্ক্রমণ করে, যা মাছ। ও গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্রচুর পরিমাণে শৌচাগার নদী ও খালের তীরে স্থাপন করা হয় । নদী ও খালের সাথে অনেক কাঁচা ড্রেনের সংযােগ থাকে। এই ড্রেনসমূহ মানুষের বর্জ্য ও আবর্জনা বহন করে নদীর পানিতে নিক্ষেপ করে ফলে। পানি দূষিত হয়। এই দূষিত পানি মানুষের শরীরে সংক্রামক রােগ ছড়ায়। সুতরাং, মানবজাতির কল্যাণের পানির দূষণ রােধকল্পে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।


পানি দূষণ অনুচ্ছেদটিতে  নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন কি/না ?  সেটা আমাদের  কমেন্ট করে জানাতে ভুলবেন না।