SSC কৃষিশিক্ষা ২য় অধ্যায়ের mcq - 2022. Helped school.
কৃষিশিক্ষা ২য় অধ্যায়ের mcq - 2022
কৃষি উপকরণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতা, জ্ঞান মূলক প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের জন্য খুব উপকারী হবে।
আরও পড়ুন ঃ
কৃষি প্রযুক্তি অধ্যায়ের mcq - ২০২২
বহুনির্বাচনি গুলো ঃ
১। জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন?
ক. ১%
শ. ২%
গ. ৩%
ঘ. ৪%
৩। পুকুরের উপরিতল, ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
ক. বকচর
খ. ডুবোচর
গ. নিঝুমচর
ঘ. আচর
৪। বাংলাদেশের জলাশয়ের শতকরা কতভাগ বদ্ধ জলাশয়?
ক. ১০ ভাগ
খ. ১২ ভাগ
গ. ১৪ ভাগ
ঘ. ১৬ ভাগ
৫। ফাইটোপ্ল্যাঙ্কটন পাশাপাশি জুপ্ল্যাঙ্কটন থাকলে পানির রং হতে পারে -
i. গাঢ় সবুজ
ii. বাদামি সবুজ
iii. লালচে সবুজ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬। বাংলাদেশে এ পর্যন্ত কতটি মৎস্য অভয়াশ্রম স্থাপিত হয়েছে?
ক. ১০০ টি
খ. ২০০ টি
খ. ৩০০ টি
ঘ. ৫০০ টি
৭। বাংলাদেশে কত প্রজাতির স্বাদু পানির মাছ আছে?
ক. ২৪০
খ. ২৫০
গ. ২৬০
ঘ. ২৭০
৮। স্বাদু পানির মাছের মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা কত?
ক. ২৮ টি
খ. ৪০ টি
গ. ৫০ টি
ঘ. ৬০ টি
৯। বাচ্চা মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়?
ক. ক্র্যাম্বল খাদ্য
খ. পিলেট খাদ্য
গ. ম্যাশ খাদ্য
ঘ. সবগুলো
১০। মাছ ধরার বিষ হলো -
i. রোটেনন
ii. মহুয়ার খৈল
iii. ফসটক্সিন ট্যাবলেট
নিচের কোনটি সঠিক?
ক.i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১১। মুরগির প্রারম্ভিক রেশনে শতকরা কত ভাগ গম বা ভুট্টা ভাঙা থাকে?
ক. ৪৮.০%
খ. ৫০%
গ. ৫২%
ঘ. ৫৪%
১২। কবুতরের বাচ্চা কতদিন পর উড়তে শেখে?
ক. ২৫ দিন
খ. ২৬ দিন
গ. ২৭ দিন
ঘ. ২৮ দিন
১৩। হে তৈরিতে সবচেয়ে ভালো কোনটি?
ক. অলিগিউম
খ. লিগিউম
গ. ভুট্টা
ঘ. পারা
১৪। সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম কতটি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
১৫। নিচের কোনটি জুপ্ল্যাঙ্কটন ?
ক. ডায়াটম
খ. স্পাইরোগাইরা
গ. রটিফোরা
ঘ. ভলভক্স
১৬। আলু সংগ্রহের কত দিন পূর্বে হাম পুলিং করতে হয় ?
ক. ৪-৭
খ. ৫-৮
গ. ৬-৯
ঘ. ৭-১০
১৭। মৎস্য আইনের মাধ্যমে কতটি নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে?
ক. ২৫টি
খ. ২৬টি
গ. ২৭টি
ঘ. ২৮টি
১৮। হাঁসমুরগির ঘরের দরজা কোন দিকে থাকা ভালো?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
১৯। হে তৈরিতে সবচেয়ে ভালো কোনটি?
ক. খড়
খ. লিগিউম
গ. অলিগিউম
ঘ. ফিসমিল
২০। ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটি ?
ক. এনাবোনা
খ. ড্যাফনিয়া
গ. স্পাইরোগাইরা
ঘ. কপিপোড
২১। বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
ক. ৪০ লক্ষ হেক্টর
খ. ৪৭ লক্ষ হেক্টর
গ. ৭৫ লক্ষ হেক্টর
ঘ. .৫০ লক্ষ হেক্টর
২২। লিগিউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের তুলনায় কোন খাদ্য উপাদান বেশি পরিমাণে থাকে ?
ক. শর্করা
খ. প্রোটিন
গ. চর্বি
ঘ. পানি
২৩। আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে ?
ক. মড়ক রোগ
খ. ঢলে পড়া রোগ
গ. কান্ডপচা রোগ
ঘ. ভাইরাস জনিত রোগ
২৪। ' সিমাজিন ' কোন কাজে ব্যবহার করা হয় ?
ক. মাটি শোধনে
খ. পানি পরিশোধনে
গ. আখ-বীজ শোধনে
ঘ. জলজ আগাছা দমনে
২৫। স্পর্শক contact জাতীয় ছত্রাক নাশক হলো -
i. ডায়থেন এম ৪৫
ii. ম্যানকোজেব
iii. ইন্ডোফিল
নিচের কোনটি সঠিক?
ক.i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
২৬। মাছ চাষের জন্য পুকুরের পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন ?
ক. 3 ppm
খ. 4 ppm
গ. 5 ppm
ঘ. 6 ppm
২৭। ব্রয়লার মুরগিকে কয় প্রকার রেশন সরবরাহ করা হয় ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
২৮। কত সে.মি. নিচের আকৃতি বোয়াল মাছ ধরা নিষিদ্ধ ?
ক. ৯ সে.মি
খ. ১৫ সে.মি
গ. ২৩ সে.মি
ঘ. ৩০ সে.মি
২৯। বাংলাদেশের মুক্ত জলাশয়ের মোট আয়তন কত ?
ক. ৩০. ৪৭ লক্ষ হেক্টর
খ. ৪৭.৩০ লক্ষ হেক্টর
গ. ৪০.২৫ লক্ষ হেক্টর
ঘ. ৪৭.৪০ লক্ষ হেক্টর
৩০। আদর্শ পুকুরের জন্য মাটি সবচেয়ে ভালো হয় -
i. দোআঁশ
ii. পলি দোআঁশ
iii. এটেল দোআঁশ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১। ২০ ppm হলো _ ভাগের ২০ ভাগ।
ক. ১ হাজার
খ. ১ লক্ষ
গ. ১ মিলিয়ান
ঘ. ১ বিলিয়ান
৩২। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলাশয়ের মোট আয়তন কত ?
ক. ১.৬৬ বর্গ কিলোমিটার
খ. ১. ৭৭ বর্গ কিলোমিটার
গ. ১.৮৮ বর্গ কিলোমিটার
ঘ. ১.৯৯ বর্গ কিলোমিটার
৩৩। নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ ?
ক. শুসনি শাক
খ. পানি ফল
গ. আড়াইল
ঘ. নাজাস
৩৪। আলু বীজ উৎপাদনের জন্য জমিতে কতটি চাষ দিতে হয় ?
ক. ২-৩
খ. ৩-৪
গ. ৪-৫
ঘ. ৫-৬
৩৫। রোগিং করা হয় -
i. ফুল আসার আগে
ii. ফুল আসার সময়
iii. পরিপক্ব পর্যায়ে
নিচের কোনটি সঠিক?
ক.i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৩৬। কোন পুকুরের ধানি পোনা ছাড়া হয় ?
ক. আঁতুড় পুকুর
খ. লালান পুকুর
গ. মজুদ পুকুর
ঘ. মৌসুমি পুকুর
৩৭। রেয়নশিল্পের কাঁচামাল হলো—
i. বাঁশ
ii. কাঠ
iii. লোহা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮। মৎস সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় ?
ক. ১৯৪০
খ. ১৯৫০
গ. ১৯৬০
ঘ. ১৯৭০
৩৯। বয়স্ক মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়?
ক. পিলেট খাদ্য
খ. ম্যাশ খাদ্য
গ. ক্র্যাম্বল খাদ্য
ঘ. কোনোটাই নয়
৪০। আদর্শ পুকুরের জন্য মাটি সবচেয়ে ভালো হয় -
i. দোআঁশ
ii. পলি দোআঁশ
iii. এটেল দোআঁশ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর মালা ঃ
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ
৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ
১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. গ
২০. ক ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ
২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ
৩২. ক ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. ক
৩৮. খ ৩৯. ক ৪০. ঘ
Postar um comentário