-->

Ssc কৃষি শিক্ষা ৩য় অধ্যায়ের mcq - 2022. Helped school

 কৃষি শিক্ষা ৩য়  অধ্যায়ের mcq - 2022


কৃষি শিক্ষা ৩য়  অধ্যায়ের mcq - 2022


কৃষি ও জলবায়ু  অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড,  অনুধাবন, প্রয়োগ,  উচ্চতার দক্ষতা,  জ্ঞান মূলক  প্রশ্ন  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের জন্য খুব উপকারী হবে। 


আরও পড়ুন ঃ 

কৃষি উপকরণ অধ্যায়ের mcq - ২০২২ 


বহুনির্বাচনি গুলো ঃ 


১. ভবদহে কত হেক্টর জমিতে স্থায়ী জলাবদ্ধতা হয়েছে?

ক. ১০০০

খ. ২০০০

গ. ৪০০০

ঘ. ৮০০০


২. খুলনা ও বাগেরহাট অঞ্চলে রোপা আমনের জনপ্রিয় জাত কোনটি ? 

ক. বালাম 

খ. দিশারী 

গ. চান্দিনা 

ঘ. মুক্তা 


৩. হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি ? 

ক. শিম 

খ. কেওড়া 

গ. তুলা 

ঘ. বাইন 


৪. খরার ফলে উদ্ভিদে কোন এনজাইমের উৎপাদন বৃদ্ধি পায়?

ক. প্রোলিন

খ. পেপসিন

গ. সুবোলিন

ঘ. ইথিলিন


৫. জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো -

i. অতি শৈত্য বা কম শৈত্য পড়া 

ii. গ্রীষ্মকালে অতি নিম্ন তাপমাত্রা 

iii. জলাবদ্ধতা বা বন্যা

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii 


৬. আখের কোন জাত একাধিক পরিবেশে অভিযোজন সক্ষম ? 

ক. ঈশ্বরদী - ৪০ 

খ. ঈশ্বরদী - ৩০ 

গ. ঈশ্বরদী - ৩৮

ঘ. ঈশ্বরদী - ৩৯ 


৭. প্রতি বছর দেশে কত লক্ষ  হেক্টর জমি খরার সম্মুখীন হয় ? 

ক. ৫ - ১০ 

খ. ১০ - ২০ 

গ. ২০ - ৩০ 

ঘ. ৩০ - ৪০ 


৮. অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কত?

ক. ২য়

খ. ৩য়

গ. ৪র্থ

ঘ. ৫ম


৯. ব্রি ধন ৪৭ জাতের জীবন কাল কত দিন ? 

ক. ১২৫    খ. ১৩০    গ. ১৪৮    ঘ. ১৫২ 


১০. কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধিতে ফসলের গ্রহন ক্ষমতা হ্রাস পায় - 

 i. নাইট্রোজেন  

ii. আয়রন

iii. জিঙ্ক

নিচের কোনটি সঠিক ? 

ক. i       খ.  i ও ii     গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii


১১. শৈত্য সহিষ্ণু ধান কোনটি ? 

ক. ব্রি ধান ৩২ 

খ. ব্রি ধান ৩৬ 

গ. ব্রি ধান ৪০ 

ঘ. বিরি ১৪ 


১২. ব্রি ধান ৫৫ এর বোরো মৌসুমে উৎপাদন কত ? 

ক. ২ টন     খ. ৪.৫ টন    গ. ৭ টন     ঘ. ১০ টন


১৩. ভবদহ কত সালে স্লুইসগেট নির্মাণ করেন ? 

ক. ১৯৫০ 

খ. ১৯৬০ 

গ. ১৯৬৩

ঘ. ১৯৬৯


১৪. জলাবদ্ধতা মোকাবেলায় ধানগাছে কোনটি থাকে?

ক. পেরেনকাইমা

খ. অ্যারেনকাইমা

গ. ক্লোরেনকাইমা

ঘ. ক্লোরেনকাইমা


১৫. খরার প্রভাবে প্রোটিন ভেঙে তৈরি হয় ? 

i. বিষাক্ত দ্রব্য  

ii. প্রোলিন

iii. অ্যামোনিয়া 

নিচের কোনটি সঠিক ? 

ক. i       খ.  i ও ii     গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii


১৬. গ্লাইকোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি ? 

ক. সুগারবিট 

খ. গোলপাতা 

গ. কেওড়া  

ঘ. কাঁঠাল 


১৭. দেশে চাষ যোগ্য জমির পরিমাণ  কত হেক্টর ? 

ক. ৭২ লক্ষ 

খ. ৮৩ লক্ষ

গ. ৯৪ লক্ষ

ঘ. ৯৮ লক্ষ


১৮. চাষ যোগ্য জমির শতভাগ কত ভাগ জমিতে আমন চাষ হয় ? 

ক. ২০     খ. ৪০     গ. ৬০     ঘ. ৭০ 


১৯. প্রাকৃতিক ভাবে রুই মাছ ডিম পাড়ে কোন নদীতে ? 

ক. সুরমা    খ. গোমতি    গ. হালদা     ঘ. বুড়িগঙ্গা 


২০. লবাণাক্তা সহনশীল মাছ হলো  -

i. ভেটকি 

ii. কাঁকড়া 

iii. বাটা 

নিচের কোনটি সঠিক ? 

ক. i       খ.  ii      গ.  i ও iii     ঘ.  i, ii ও iii


২১. বিনা ধান ৮ জাতটি কত সালে বের হয় ? 

ক. ২০০৮    খ. ২০০৯     গ. ২০১০     ঘ. ২০১১ 


২২. ' সৈকত ' কোন ফসলের জাত ? 

ক. গম     খ. আলু     গ. ছোলা   ঘ. মুলা 


২৩. লবনাক্তর ভিত্তি করে মাটিকে কয়ভাগে ভাগ করা যায় ? 

ক. ৩     খ. ৪      গ. ৫      ঘ. ৬ 


২৪. অ্যারেনকাইমা টিস্যুতে কোন উপাদান থাকে ? 

ক. অক্সিজেন 

খ. বায়ু 

গ. পানি 

ঘ. এনজাইম 


২৫. নডিউল তৈরি হয় -

i. শিম 

ii. মাষকলাই  

iii. সরিষা 

নিচের কোনটি সঠিক ? 

ক. i ও ii   খ.  i ও iii    গ.  ii ও iii    ঘ.  i, ii ও iii 


২৬. ফসলের খরা সহ্যকরণের কয়টি কৌশল ব্যবহৃত হয় ? 

ক. ২ টি     খ. ৪ টি    গ.  ৬ টি     ঘ.  ৮ টি 


২৭. লবনাক্তার বাধা অতিক্রম উদ্ভিদ কোনটি আহরণ করে ? 

ক. Mg++

খ. Al+++

গ. Zn++

ঘ. Na+


২৮. বাংলাদেশের মোট মুক্ত ও বন্ধ জলাশয়ের পরিমাণ কত মিলিয়ন হেক্টর ? 

ক. ২.৭

খ. ৩.৭

গ. ৪.৭

ঘ. ৫.৭


২৯. বারি আলু ২২ কি রঙের ? 

ক. লাল

খ. সাদাটে

গ. হালকা কমলা 

ঘ. কমলা 


৩০. জলবায়ু পরিবর্তনে বৃষ্টি পাত কম হলে -

i. মাছ চাষের সময় কমে যায়  

ii. ছোট মাছ বাজারজাত করতে হয়  

iii. মাছ চাষিরা লাভবান হায় 

নিচের কোনটি সঠিক ? 

ক. i       খ.  ii      গ.  i ও ii      ঘ.  i, ii ও iii



উত্তর মালা ঃ 


১. ঘ    ২. খ    ৩. খ     ৪. ঘ     ৫. খ     ৬. ক      ৭. ঘ 

৮. খ     ৯. ঘ    ১০. ঘ      ১১. খ      ১২. গ      ১৩. গ 

১৪. খ    ১৫. খ   ১৬. ক     ১৭. খ      ১৮. গ     ১৯. গ

২০. গ    ২১. গ    ২২. খ     ২৩. গ       ২৪. ক    ২৫. ক  

২৬. গ    ২৭. ঘ    ২৮. ঘ    ২৯. ক     ৩০. গ