SSC কৃষি শিক্ষা ৫ম অধ্যায়ের mcq - ২০২২.Helped school
কৃষি শিক্ষা ৫ম অধ্যায়ের mcq - ২০২২
বনায়ন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ mcq. যেসব পড়লে ও দেখলে তোমাদের খুবই উপকার হবে। এই সকল mcq সকল বোর্ড, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতা, জ্ঞান মূলক প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল mcq পড়লে তোমাদের S.S.C পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের জন্য খুব উপকারী হবে।
আরও পড়ুন ঃ
কৃষিজ উৎপাদন অধ্যায়ের mcq - 2022.
বহুনির্বাচনি গুলো ঃ
১. নিচের কোন বৃক্ষ গুচ্ছ পাহাড়ি বনের ?
ক. গর্জন, গরান, গামার
খ. গজারি, গেওয়া, সেগুন
গ. তেলসুর, চম্পা , চাপালিকা
ঘ. জারুল, রেইন ট্রি, পশুর
২. ' পড' জাতীয় বীজ কোনটি ?
ক. পাইন খ. চম্পা গ. কড়ই ঘ. মেহগনি
৩. দেবদারু গাছের উচ্চতা কত মিটার লম্বা হয় ?
ক. ২০-৩০ মি.
খ. ৩০-৪০ মি.
গ. ৪০-৫০ মি.
ঘ. ৫০-৬০ মি.
৪. সমতলভূমির বনের প্রধান বৃক্ষ কোনটি ?
ক. গজারি খ. গরান গ. শাল ঘ. বাঁশ
৫. কম বনভূমির অঞ্চল হলো -
i. উত্তরাঞ্চল
ii. উত্তর - পূর্বাঞ্চল
iii. উত্তর - পশ্চিমাঞ্চল
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বাংলাদেশে মোট মজুদ কাঠের পরিমাণ কত মিলিয়ান ঘনমিটার ?
ক. ২০.৭১ মিলিয়ান ঘনমিটার
খ. ৬৬.২০ মিলিয়ান ঘনমিটার
গ. ৮৮.৯১ মিলিয়ান ঘনমিটার
ঘ. ৯২.৭০ মিলিয়ান ঘনমিটার
৭. ' কোন ' কোনটি ?
ক. বাবুল খ. পাইন গ. আমলকী ঘ. জলপাই
৮. সিসিএ সংরক্ষণ টি কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত ?
ক. ৫ টি খ. ৩ টি গ. ৬ টি ঘ. ৮ টি
৯. কোন সূত্রের সাহায্যে গোল কাঠ থেকে ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যায় ?
ক. ফেরেলের
খ. আইনস্টাইনের
গ. হপ্পাসের
ঘ. নিউটনের
১০. আদর্শ বীজ বৃক্ষের বৈশিষ্ট্য হলো -
i. গাছটি মাঝ বয়সি
ii. শাখা প্রশাখা নিয়ে বিস্তৃত
iii. গাছটি প্রচুর পল্লবধারী
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন হয় কোন সালে ?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৮ ঘ. ১৯৮২
১২. ঝাউ গাছের বীজ গজাতে কত দিন সময় লাগে ?
ক. ১০-১৫ দিন
খ. ১৫-২০ দিন
গ. ২০-২৫ দিন
ঘ. ২৫-৩০ দিন
১৩. দেবদারু গাছে কোন মাসে ফুল আসে ?
ক. জুলাইয়ে
খ. আগস্টে
গ. সেপ্টেম্বরে
ঘ. অক্টোবরে
১৪. বাংলাদেশের কয়টি ম্যানগ্রোভ বনভূমি রয়েছে ?
ক. ২ টি খ. ৩ টি গ. ৫ টি ঘ. ৪ টি
১৫. উপকূলীয় অঞ্চলে উদ্ভিদ হিসেবে উল্লেখযোগ্য -
i. ঝাউ
ii. গর্জন
iii. দেবদারু
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সমতল ভূমির বনের আয়তন কত ?
ক. ১৩.১৬ লক্ষ হেক্টর
খ. ১৬.১৩ লক্ষ হেক্টর
গ. ১.২৩ লক্ষ হেক্টর
ঘ. ২.২৩ লক্ষ হেক্টর
১৭. নার্সারির প্রতি ব্লকে কতটি বেড থাকতে পারে ?
ক. ৮-১০ টি
খ. ১০-১২ টি
গ. ১২-১৫ টি
ঘ. ১৫-২০ টি
১৮. ইউনেস্কোর মতে বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ কত ℅ ?
ক. ১০℅ খ. ১৫℅ গ. ১২℅ ঘ. ১৮℅
১৯. কোন মাঝারি আবর্তকাল বৃক্ষ ?
ক. ঝাউ খ. হরীতকী গ. চাপালিশ ঘ. বাইন
২০. পড জাতীয় বীজ হলো -
i. বাবুল
ii. কড়ই
iii. মেহগনি
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
২১. তেলসুরের বীজ রোপণ করতে কত ঘন্টার মধ্যে ?
ক. ১২ খ. ১৮ গ. ২৪ ঘ. ৪৮
২২. কাঠ সিজনিং কতভাগে করা হয় ?
ক. ৩ খ. ২ গ. ৫ ঘ. ৮
২৩. উপকূলীয় উদ্ভিদের মরুজ বৈশিষ্ট্য কোনটি ?
ক. কিউটিক্যাল স্তর খুব পুরু
খ. কিউটিক্যাল স্তর পাতলা
গ. কিউটিক্যাল স্তর সরু
ঘ. কিউটিক্যাল স্তর খুব ঘন
২৪. কাঠ সিজনিং এর অর্থ কী ?
ক. কাঠের আর্দ্রতা কমানো
খ. কাঠ সংরক্ষণ
গ. কাঠ সজ্জিত করণ
ঘ. কাঠের আর্দ্রতা বাড়ানো
২৫. দেবদারু গাছের পাতা গুলো -
i. যৌগিক
ii. গাঢ় সবুজ
iii. দেখতে বর্শার মতো
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কোন বন অবস্থিত?
শ. পাহাড়ি বন
খ. ম্যানগ্রোভ বন
গ. সমতলভূমির বন
ঘ. গ্রামীণ বন
২৭. কোন বনে মজুদ কাঠের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. পাহাড়ি বন
খ. সমতল ভূমির বন
গ. ম্যানগ্রোভ বন
শ. গ্রামীণ বন
২৮. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করা হয়?
ক. ১৯৭২
খ. ১৯৭৮
গ. ১৯৮৫
শ. ১৯৯০
২৯. সিসিএ সংরক্ষণীতে ক্রমিক অক্সাইডের পরিমাণ কোনটি?
ক. ১৮.৫%
খ. ৩৪%
শ. ৪৭.৫%
ঘ. ৬০.২%
৩০. বন্যপ্রাণী সংরক্ষণ বিধি অনুযায়ী যে কাজ গুলো নিষেধ -
i. বন্যপ্রাণী শিকার
ii. বন্যপ্রাণী প্রজননে বিঘ্ন সৃষ্টি করা
iii. বন্যপ্রাণী আমদানি - রপ্তানি করা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i , ii ও iii গ. ii ও ii ঘ. i ও iii
উত্তর মালা ঃ
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ
৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ঘ
১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ
২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ঘ
২৬. ক ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. খ
Postar um comentário