-->

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো Mcq. Helped school

 স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার mcq & answers


স্বাধীনতা,  এ শব্দটি কীভাবে আমাদের হলো  - Mcq.  https://helpedschools.blogspot.com/

স্বাধীনতা,  এ শব্দটি কীভাবে আমাদের হলো  কবিতার গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর  যা দেখলে ও পড়লে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের স্বাধীনতা,  এ শব্দটি কীভাবে আমাদের হলো  কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে  পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা  থেকে নেওয়া হয়েছে। আসা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের অনেক বড় উপকারী হবে।  

আরও পড়ন ঃ

স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ২০২২


বহুনির্বাচনি গুলো ঃ


১. সব বিভেদ রেখা মুছে দিয়ে কবি কিসের ছবি আঁকবেন ? 

ক. সাম্যের    খ. ঐক্যের    গ. সম্প্রীতির    ঘ. মূর্তি


২. ' অধীর ' শব্দের অর্থ কী  ?  

ক. ভীরসা   খ. কাতর    গ. অতিশয়    ঘ. খাতির 


৩. জনসাধারণ কখন থেকে অপেক্ষা করেছিল  ? 

ক. সকাল    খ. দুপুর   গ. বিকাল   ঘ. ভোর 


৪. শিশুদের দোলনা কেমন  ? 

ক. কালো   খ. সাদা     গ. রঙিন  ঘ. ফেকার্শে 


৫. সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ  শুরু হয় - 

. ১৯২৯   খ. ১৯৩০  গ. ১৯৩১   ঘ. ১৮৩০ 


৬. ' প্রাণের সবুজ ' বলতে ' স্বাধীনতা,  এ শব্দটি কীভাবে আমাদের হলো ' কবিতায় কবি কোনটিকে বুঝিয়েছেন  ? 

ক. সবুজ পোশাক 

খ. মনের আনন্দ

গ. মনের তারুণ্য 

ঘ. ঝরনার নৃত্যতা 


৭. বিমুখ ও প্রান্তর কেমন ? 

ক. মেঘে ঢাকা

খ. কবিহীন

গ. বির্বণ

ঘ. তন্দ্রাচ্ছন্ন 


৮. নির্মলেন্দু গুণ নেএকোনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? 

ক. কাশবন   খ. বাঁশবন  গ. কাশিপুর   ঘ. আনন্দপুর


৯. ' উন্মত্ত ' শব্দের অর্থ কী ? 

ক. বিক্ষিপ্ত   খ. ক্ষিপ্ত   গ. আনন্দিত   ঘ. পাগল


১০. ' মহী ' শব্দের অর্থ কী  ? 

ক. পূর্ব পুরুষ   খ. মহান    গ. ধরিত্রী    ঘ. উত্তম পুরুষ 


১১. ' কখন আসবে কবি ' - এখানে কাকে কবি বলা হয়েছে ? 

ক. নির্মলেন্দু গুণকে 

খ. শেখ মুজিবুর রহমানকে 

গ. বিষ্ণু দেকে

ঘ. কাজী নজরুল ইসলামকে


১২. নির্মলেন্দু গুণ রচিত ছোটদের উপন্যাস কেনটি ? 

ক. আপন দলের মানুষ 

খ. বাবা যখন ছোট ছিলেন 

গ. বাংলার মাটি বাংলার জল 

ঘ. পঞ্চাশ সহস্র বর্ষ


১৩. কপালে কন্জিতে কারা লালসালু বেধে এসেছিল  ? 

ক. কৃষক   খ. ছাএ     গ. মজুর     ঘ. শ্রমিক 


১৪. ' গণসূর্যের মঞ্চ ' বলতে কী বোঝানো হয়েছে  ? 

ক. আলেচিত মঞ্চ 

খ. নেতার মঞ্চ সূর্যের মতো

গ. বিপ্লবী মঞ্চ 

ঘ. উদ্দীপ্ত মঞ্চ 


১৫. ' বাংলার মাটি বাংলার জল ' নির্মলেন্দু গুণের কোন ধরনের গ্রন্থ ? 

ক. কাব্যগ্রন্থ    খ. গল্পগ্রন্থ   গ. উপন্যাস    ঘ. প্রবন্ধগ্রন্থ


১৬. ' জনসমুদ্রে জাগিল জোয়ার ' -  কথাটির তাৎপর্য কী ? 

ক. সবাই সমুদ্রের তীরে আছে 

খ. সমুদ্রে জোয়ার এসেছে 

গ. লক্ষ মানুষের মনে দোলা লেগেছে 

ঘ. ভাষণ শুনে জনতা জেগেছে


১৭. নির্মলেন্দু গুণের পিতার নাম কী ? 

ক. সুখেন্দু প্রকাশ গুন চৌধুরী 

খ. সুখেন্দু প্রকাশ গুন

গ. অরবিন্দু গুন চৌধুরী 

ঘ. সুখেন্দু গুন


১৮. নির্মলেন্দু গুণ মাধ্যমিক পাস করেন কোন প্রতিষ্ঠান থেকে ? 

ক. বারহাট্রার সিকেপি ইনস্টিটিউশন থেকে 

খ. নেএকোনা জেলা স্কুল থেকে 

গ. নদীয়ার আরপি ইনস্টিটিউশন থেকে 

ঘ. ঢাকার সেন্ট জোসেফ স্কুল থেকে 


১৯. ' রাজনৈতিক কবি ' হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয়  -

ক. ৭ই মার্চ, ১৯৭১ 

খ. ৫ই এপ্রিল ১৯৭১ 

গ. ২৬ ই মে ১৯৭১ 

ঘ. ১৭ ই এপ্রিল ১৯৭১ 


২০. কবিতায় ব্যবহৃত ' দিগন্ত প্লাবিত ' শব্দটি ক্ষেএে নিচের কোন যুক্তি সঠিক ? 

ক. যার কোনো সীমা নেই 

খ. আকাশ - ছোঁয়া 

গ. অসীম জায়গা 

ঘ. বিরাট ফসলের মাঠ 


২১. ' স্বাধীনতা ' এ শব্দটি কীভাবে আমাদের হলো ' কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য -

ক. শিশুদের ইতিহাস

খ. শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের স্মৃতি জাগ্রত করা 

গ. শিক্ষার্থীদের পাকিস্তানিদের ভয়াবহতা সম্পর্কে জানানো 

ঘ. শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা 


২২. ' এই তন্দ্রাচ্ছন্ন বির্বণ বিকেল সেদিন ছিল না ' -  কোন দিনে ?

ক. ১৯৭১ সালের ২রা মার্চ

খ. ১৯৭১ সালের ৭ই মার্চ

গ. ১৯৭১ সালের ১৭ ই মার্চ 

ঘ. ১৯৭১ সালের ২৫শে মার্চ 


২৩. ' তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল ' - এ পঙক্তি টি ব্যবহার করা হয়েছে কার কবিতা থেকে ? 

ক. জীবনানন্দ দাশ            খ. নির্মলেন্দু গুণের

গ. রবীন্দ্রনাথ ঠাকুরের          ঘ. বিষ্ণু দের 


২৪. অগ্নিঝরা সে ডাকে বাংলার মানুষ উদ্বেলিত হলো। ‘অগ্নিঝরা’ ডাক কোন কবিতার মূল বিষয় হিসেবে উপস্থাপিত ? 

i. স্বাধীনতা তুমি

ii. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

iii. শহিদ স্মরনে

নিচের কোনটি সঠিক ?

ক.ii

খ.  ii

গ. i ও iii

ঘ.  ii ও iii


২৫. 'স্বাধীনতা’ শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি সংযুক্ত -

i. ঐক্য ও প্রত্যয়

ii. সংগ্রাম ও মুক্তি

iii. ত্যাগ ও গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii


২৬. উলঙ্গ কৃষক’ বলতে প্রকৃত অর্থ বোঝানো হয়েছে -

ক. সংগ্রামী কৃষক

খ. শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

গ.শীর্ণকায় কৃষক

ঘ. মাঠ থেকে আসা কৃষক


২৭. লোহার শ্রমিকরা কপালে কঞ্জিতে কী লিখে রেখে যাচ্ছেন ? 

ক. লাল সালু    খ. গামছা      গ. রশি     ঘ. পতাকা 


২৮. ' জয় বাংলা ' স্লোগান কিসের প্রতীক ? 

ক. মুক্তির   খ. জাগরণের   গ. ঐক্য ও সংহতির   ঘ. সাহস 


২৯. কপাল ও কবজিতে বাঁধা লাল সালু হলো -

i. উত্তেজনার প্রতীক

ii. সংগ্রামীর প্রতীক

iii. স্বাধীনতার প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii


৩০.এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'

এই পঙক্তি দুটিকে ‘অমর কবিতা’ বলা হয়েছে, কেননা-

i. এর মাঝে স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে

ii. এর মাঝে একটি রাজনৈতিক দলের স্লোগান ধ্বনিত হয়েছে

iii . এর মধ্য দিয়ে পরাধীন বাঙালি জাতির হাজার বছরের মুক্তি সংগ্রামের পরিণতি ব্যক্ত হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.ii ও iii

গ .i ও iii

ঘ.i, ii ও iii

উত্তর মালা ঃ


১. ক     ২.  খ      ৩. ঘ       ৪. গ     ৫. খ     ৬. গ   ৭. খ   ৮. ক
৯. খ    ১০. গ   ১১. খ    ১২. খ   ১৩. ঘ   ১৪. খ    ১৫. ক
১৬. গ   ১৭. ক    ১৮. ক    ১৯. খ   ২০. খ   ২১. ঘ  ২২. খ 
 ২৩. গ   ২৪. খ    ২৫. ক   ২৬. খ   ২৭. ক  ২৮. গ   ২৯. ক 
 ৩০. খ

তথ্য সংগ্রহ  ঃ  পাঠ্যবই ,  লেকচার ও পান্জেরী পাঠ সহয়ক বই।